• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে কৃষকের বসতঘরে মিলল ৩২টি গোখরা সাপ


জেলা প্রতিনিধি জুলাই ৮, ২০১৯, ০৮:০৭ পিএম
ঝিনাইদহে কৃষকের বসতঘরে মিলল ৩২টি গোখরা সাপ

ঝিনাইদহ: ঝিনাইদহে এক কৃষকের বসতঘরে ৩২টি গোখরা সাপঝিনাইদহের শৈলকুপায় সাদেক শেখ নামের এক কৃষকের বসতঘর থেকে ৩২টি বিষধর গোখরা সাপের বাচ্চা ও ছয়টি ডিম উদ্ধার করা হয়েছে। 

রবিবার (৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে শৈলকুপা পৌর এলাকার মালিপাড়া গ্রামের ওই কৃষকের ঘর থেকে সাপগুলো উদ্ধার করা হয়।

বিষয়টি নিয়ে কৃষক সাদেক শেখের ছেলে হালিম শেখ জানান, গত শুক্রবার সকালে ঘরের কোণে সাপের খোলস দেখতে পাওয়া যায়। এ কারণেই আজ (রোববার) সকালে সাপুড়ে ডেকে এনে ঘরের মেঝে খোঁড়া শুরু করি। খোঁড়াখুঁড়ির একপর্যায়ে ঘরের কোণ থেকে ৩২টি বিষধর গোখরা সাপের বাচ্চা ও ছয়টি ডিম উদ্ধার করা হয়।

এ বিষয়ে সাপুড়ে চিত্তরঞ্জন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে কড়ি চালান দিয়ে বুঝতে পারি অনেকগুলো বিষধর সাপ আছে। পরে ঘরের মাটি খুঁড়ে ৩২টি গোখরা সাপের বাচ্চা ও ছয়টি ডিম উদ্ধার করা গেলেও মা সাপটি উদ্ধার করা সম্ভব হয়নি। স্থানীয়রা জানান, সাপুড়ে এনে চার ঘণ্টার চেষ্টায় কৃষক সাদেক শেখের ঘর থেকে একে একে ৩২টি সাপ বের করা হয়েছে। সাপগুলো ওই সাপুড়ে নিয়ে গেছে বলেও জানায় এলাকাবাসী।

সোনানীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!