• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

টন্টনে গাওয়ার-সৌরভ-ওয়ার্নারের পর কী তামিম?


ক্রীড়া প্রতিবেদক জুন ১৬, ২০১৯, ০২:০২ এএম
টন্টনে গাওয়ার-সৌরভ-ওয়ার্নারের পর কী তামিম?

ছবি সংগৃহীত

ঢাকা: প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দুর্দান্তভাবে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে অল্প রানের লক্ষ্য দিয়েও ম্যাচ জমিয়ে তুলেছিল মাশরাফিরা। আর কয়েকটা রান বোর্ডে জমা করতে পারলে হয়তো ম্যাচটা নিজেদের কবজায় রাখা যেত। তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে স্রেফ উড়ে গিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে চতুর্থ ম্যাচটি বৃষ্টি ভেসে নিয়ে গেছে। 

চার ম্যাচ শেষে প্রাপ্তি তাই কেবল তিন পয়েন্ট। সেমিফাইনালের পথ এখনও এত দূর, এখনই সেদিকে তাকানোর কোনো মানে পাচ্ছে না বাংলাদেশ দল। তামিম ইকবাল জানালেন, প্রতিটি ম্যাচ ধরে এগোতে চান তারা, ‘কয়টা জিততে হবে আর কয়টা জিতলে কোয়ালিফাই করব, সেভাবে আমরা কেউই ভাবছি না। সবশেষ ম্যাচে খেলা হওয়াটা জরুরি ছিল। সেটা হয়নি। এখন ৫ জুলাইয়ের পর (প্রাথমিক পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ) কী হবে না হবে, এখনিই ভাবছি না। কারণ এখনও পাঁচটি ম্যাচ বাকি। প্রতিটি ম্যাচ নিয়েই ভাবতে হবে। আমরাও জানি, পাঁচ ম্যাচের বেশিরভাগই আমাদের জিততে হবে। আগেই ফিনিশ লাইন দেখে ফেলা খুব ভালো কিছু না।’

১৭ জুন টন্টনে বাংলাদেশ নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নামছে। তামিম মনে করেন, এই ম্যাচটি জেতা খুবই জরুরি, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ জেতা জরুরি। জয়ের পর দেখা যাবে পয়েন্ট টেবিলে অনেক ওলট-পালট হতে পারে। তাই আগে আমাদের জিততে হবে।’

কিন্তু বিশ্বকাপে এখনো সেভাবে জ্বলে উঠতে পারেননি তামিম। তবে তাঁকে অনুপ্রেরণা যোগাচ্ছে এই মাঠে যে তিনজন বিশ্বকাপে সেঞ্চুরি করেছেন তাদের সবাই বাঁহাতি। ১৯৮৩ সালে এখানে সেঞ্চুরি করেছিলেন ইংল্যান্ডের ডেভিড গাওয়ার, শ্রীলঙ্কার বিপক্ষে। ১৯৯৯ বিশ্বকাপে সেই লঙ্কানদের বিপক্ষেই ক্যারিয়ার সেরা ১৮৩ রানের ইনিংস খেলেছিলেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। কিছুদিন আগে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করলেন ডেভিড ওয়ার্নার (১০৭)। 

এবার তাহলে তামিম ইকবালের পালা? তিনিও আত্মবিশ্বাসী কন্ঠে বলে দিয়েছেন, ‘আশা তো করি। কেন আমি করতে পারব না। এখানে আমি অবশ্য কখনো খেলিনি। তবে শুনেছি ব্যাটিং স্বর্গ। উইকেট ওরা একটু ভিন্নভাবে বানাচ্ছে। সবশেষ অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচ দেখেন উইকেট বোলারদের সহায়তা করেছে। আর আবহাওয়াও ব্যাটিং-বান্ধব নয়। যে উইকেট কণ্ডিশন থাকুক আমাকে তৈরি থাকতে হবে।’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!