• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

টস জিতলেন ‌‌মাশরাফি, ব্যাট করছে কুমিল্লা


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ৮, ২০১৯, ০৫:৪১ পিএম
টস জিতলেন ‌‌মাশরাফি, ব্যাট করছে কুমিল্লা

ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের ষষ্ঠ ম্যাচে মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্সের মুখোমুখি হয়েছে স্টিভেন স্মিথের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টস হেরে ব্যাট করছে তৃতীয় আসরের চ্যাম্পিয়নরা।

মঙ্গলবার (৮ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে নিজেদের তৃতীয় ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। প্রথম দুই ম্যাচে দর্শকের ভূমিকায় থাকলেও আজ রংপুরের হয়ে মাঠে নেমেছেন ক্রিস গেইল। ফ্লাইট বিলম্ব হওয়ার কারণে প্রথম ম্যাচে খেলতে পারেননি এই ক্যারিবীয় ব্যাটিং দানব। অনাপত্তি পত্র (এনওসি) না আসার কারণে দ্বিতীয় ম্যাচেও গেইলকে পায়নি রংপুর রাইডার্স।

অবশেষে রংপুর রাইডার্স সমর্থকদের হতাশা দুর করে মাঠে নেমেছেন ক্রিস গেইল। এতে অবশ্য কপাল পুরেছে আলেক্স হেলসের। এই  ইংলিশ তারকাকে দর্শক বানিয়ে রংপুর একাদশে জায়গা করে নিয়েছেন গেইল।

চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে হারের স্বাদ পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরেছে রংপুর। আজ নিজেদের তৃতীয় ম্যাচ খেলছে। অন্যদিকে কুমিল্লা জয়ে দিয়ে আসর শুরু করে। আজ তারা নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলছে।

রংপুর রাইডার্সের একাদশ: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), রিলে রুশো, ক্রিস গেইল, মোহাম্মদ মিঠুন, মেহেদী মারূফ, রবি বোপারা, বেনি হাওয়েল, ফরহাদ রেজা, সোহাগ গাজী, শফিউল ইসলাম, নাজমুল ইসলাম।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: স্টিভেন স্মিথ (অধিনায়ক), তামিম ইকবাল, এভিন লুইস, ইমরুল কায়েস, মেহেদী হাসান, শোয়েব মালিক, এনামুল হক বিজয়, শহিদ আফ্রিদি, মোহাম্মদ সাইফুদ্দিন, আবু হায়দার রনি, মোহাম্মদ শহিদ।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!