• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে রাজশাহী


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ১২, ২০১৯, ০১:২১ পিএম
টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে রাজশাহী

ঢাকা: চলমান বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের তৃতীয় ও দিনের প্রথম ম্যাচে আজ মুখোমুখি ঢাকা প্লাটুন ও রাজশাহী রয়্যালস। এবারের আসরে দু’দলের প্রথম ম্যাচ এটি। তাই দুই দলই চায় জয় দিয়ে বিশেষ বিপিএল শুরু করতে। 

ইতোমধ্যে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন রাজশাহীর অধিনায়ক আন্দ্রে রাসেল। ঢাকা প্লাটুন ও রাজশাহী রয়্যালসের দিনের প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে। মাশরাফি বিন মর্তুজা-তামিম ইকবাল-এনামুল হক বিজয়-শহিদ আফ্রিদি ও থিসারা পেরেরাদের নিয়ে গড়া ঢাকা প্লাটুন। কাগজে-কলমে বেশ শক্তিশালী দলটি। ব্যাটিং লাইন-আপের সাথে বোলিং বিভাগের সম্বনয়টা ভালোই ঢাকা প্লাটুনের। 

কাগজে-কলমে শক্তিশালী দল হলেও, মাঠে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছে পুরো দল বলে জানালেন ঢাকা প্লাটুনের ওপেনার এনামুল, ‘আমরা সবাই এক সাথে অনেকদিন ধরে খেলেছি। শেষ যে দলে খেলেছি সেই দলের অনেক দেশী-বিদেশী খেলোয়াড় এখানে আছে। এজন্য আমাদের মধ্যে বোঝাপড়াটা খুবই আলো। কোচও আগের বছর যিনি ছিলেন তিনিই আছেন। সেই জন্য আমি বলতে চাইছি আমাদের বন্ডিংটা খুব ভালো। আমরা নিজেদের সেরা খেলাটা দেয়ার চেষ্টা করছি এবং সবাই সেটা নিয়েই আলোচনা করছি। নিজেরা চেষ্টা করছি যে যার জায়গা থেকে ভূমিকা পালন করতে । আমার কাছে মনে হয়, এই বিষয়টা আমাদের জন্য অনেক বড় একটা সুবিধ।’

দীর্ঘ দিন পর আজকের ম্যাচ দিয়ে আবারো ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও ওপেনার তামিম ইকবাল। দু’জনই ইনজুরিতে ভুগেছেন। এছাড়া দ্বিতীয়বারের মত বাবা হবার কারনে গেল মাসে ভারত সফরে যাননি তামিম। তবে সুস্থ হয়ে উঠায় আবারো ব্যাট-বল হাতে মাঠে নামছেন ঢাকা প্লাটুনের দুই সেরা তারকা মাশরাফি-তামিম। 

এ ব্যাপারে এনামুল বলেন, ‘মাশরাফি ভাইয়ের প্রতিটা বলই জায়গায় পড়ছে। আলহামদুলিল্লাহ এটি দারুণ এক ব্যাপার। এতো দিন পর এসেও বল এক জায়গায় করতে পারছেন। তামিম ভাইয়ের ব্যাটিং দেখে মনে হচ্ছে তিনি রানের মধ্যেই আছেন। আমার কাছে মনে হয় তাঁরা দুইজন দারুণ অবস্থায় আছেন। ইনশাআল্লাহ্ দলের জন্য খুব ভালো অবদান রাখবেন তারা।’

মাশরাফি-তামিম একসাথে একই দলে থাকায় ঢাকা প্লাটুনের জন্য অনুপ্রেরণার উৎস বলে মনে করেন এনামুল। 

এছাড়া এই দলের সদস্য হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন তিনি, ‘অভিজ্ঞ ক্রিকেটার দলে থাকা খুবই জরুরি। আমাদের আরও কিছু সিনিয়র ক্রিকেটার আছে। সিনিয়র বিদেশি ক্রিকেটারও আছে। কিছু সিনিয়র ক্রিকেটার থাকা প্রতিটা দলের জন্যই গুরুত্বপূর্ণ।তাদের মতো এতো বড় মাপের খেলোয়াড় থাকা মানে তো অবশ্যই দলের জন্য বুষ্ট আপ। এমন দলে খেলতে পারা অনেক সৌভাগ্যের ব্যাপার, দারুণ অভিজ্ঞতা হবে আশা করি।’

ঢাকা প্লাটুনের কোচের দায়িত্বে আছেন মোহাম্মদ সালাউদ্দিন। এবারের বিপিএলে অংশ নেয়া সাত দলের মধ্যে একমাত্র সালাউদ্দিনই দেশি কোচ। অন্য ছয়টি দলের কেচ বিদেশী। 

তাই সালাউদ্দিনকে দলের কোচ পাওয়ার সুবিধা ব্যাখা করলেন এনামুল, ‘আসলে মনের কথা প্রকাশ করার জন্য আমরা বাংলায় যেভাবে কথা বলি, দেশি কোচ হলে সহজেই তা সম্ভব। কারণ প্রতিটা খেলোয়াড় কিন্তু জড়তাহীন ইংলিশ বলতে পারে না। দেশি কোচ থাকলে বুঝাপড়াটা ভাল হয়। আমরা নিজেরা আমাদের শক্তির জায়গা, দুর্বলতার জায়গা, কেমন অবস্থায় আছি আমরা সব বিষয়েই বলতে পারি। সালাহউদ্দিন স্যার এই দিক থেকে বেস্ট আমার মনে হয়। তিনি প্রতিটা খেলোয়াড়েরর কাছে যান এবং মনের ভেতরের খবরটা নেয়ার চেষ্টা করে। এ জন্য সালাহউদ্দিন স্যার সবার থেকে এগিয়ে এবং প্রতিটা খেলোয়াড়ই তার সাথে কাজ করে আনন্দ পায়। তিনি যেকোনো সময় যেকোনো খেলোয়াড়কে সাহায্য করতে প্রস্তুত থাকেন। আমার কাছে মনে হয়ে এমন কোচের অধীনে খেলায় অনেক কিছু শেখার আছে এবং দলের মধ্যে বোঝাপড়াটাও ভালো থাকে।’

ঢাকা প্লাটুনের মত জয় দিয়ে এবারের আসর শুরুর কথা বললেন সদ্যই সাউথ এশিয়ান গেমস থেকে স্বর্ণ জয় করে দেশে ফেরা আফিফ হোসেন। আজকের ম্যাচ নিয়ে রাজশাহী রয়্যালসের ব্যাটসম্যান আফিফ বলেন, ‘টুর্নামেন্টে মোমেন্টাম একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। শুরুটা ভালো করতে পারলে টুর্নামেন্ট সব কিছুই ভালো যায় সব দলের জন্য। আশা করছি শুরুটা ভালো করতে পারবো। আমাদের দল ভালো, কম্বিনেশন ভালো। সবাই একসঙ্গে পারফর্ম করে ভালো কিছু করতে চাই।’

বিশেষ আসরে রাজশাহী রয়্যালসের অধিনায়কত্ব করবেন ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল। রাসেলের অধিনায়কত্ব নিয়ে আফিফ বলেন, ‘এরকম একজন বিশ্বমানের ক্রিকেটারকে আমরা অধিনায়ক হিসেবে পেয়েছি, আমরা খুবই সৌভাগ্যবান। তার মতো একজন ক্রিকেটারের সঙ্গে ড্রেসিং রুম ভাগাভাগি করতে পারব, অনেক কিছু শেখার চেষ্টা করব। তার হাত ধরে আমরা যেন পুরো টুর্নামেন্টে ভালো করতে পারি, সেই আশা করব।’

ঢাকা প্লাটুন দল: মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, এনামুল হক বিজয়, হাসান মাহমুদ, মেহেদি হাসান, আরিফুল হক, মোমিনুল হক, শুভাগত হোম, রকিবুল হাসান, জাকের আলি অনিক, থিসারা পেরেরা, লরি ইভান্স, ওয়াহাব রিয়াজ, আসিফ আলি, লুইস রিস, শাহিদ আফ্রিদি।

রাজশাহী রয়্যালস দল: লিটন দাস, আফিফ হোসেন, আবু জায়েদ চৌধুরী, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, অলক কাপালী, কামরুল ইসলাম রাব্বি, ইরফান শুক্কুর, মিনহাজুল আবেদীন আফ্রিদি, নাহিদুল ইসলাম, রবি বোপারা, হজরতউল্লাহ জাজাই, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ইরফান।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!