• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টস জিতে দঃ আফ্রিকাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ নিউজিল্যান্ডের


ক্রীড়া প্রতিবেদক জুন ১৯, ২০১৯, ০৪:৪৫ পিএম
টস জিতে দঃ আফ্রিকাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ নিউজিল্যান্ডের

ছবি টুইটার থেকে নেওয়া

ঢাকা:  দ্বাদশ বিশ্বকাপের ২৫তম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি দক্ষিণ আফ্রিকার। খেলা শুরু হওয়ার কথা ছিল বুধবার (১৯ জুন) বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায়। কিন্তু বৃষ্টির কারণে টস হলো নির্ধারিত সময়ের এক ঘন্টা পর। টস জিতে প্রোটিয়াদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে ব্ল্যাক ক্যাপস অধিনায়ক  কেন উইলিয়ামসন।

এবারের বিশ্বকাপের প্রায় ম্যাচেই হানা দিয়ে যাচ্ছে। ফলে বিশ্বকাপ ক্রিকেট যেন পরিনত হয়েছে ‌‌‘বৃষ্টির বিশ্বকাপে’। এরইমধ্যে বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ার নতুন রেকর্ড হয়েছে। ইতিপুর্বে বিশ্বকাপ ক্রিকেটে সর্বোচ্চ দুইবার ম্যাচ পরিত্যক্ত হওয়ার রেকর্ড ছিল। দ্বাদশ আসরে সেটি ভেঙে নতুন রেকর্ড গড়ে দিল বৃষ্টি। এখন পর্যন্ত অনুষ্ঠিত হওয়া ২৪টি ম্যাচের মধ্যে চারটি ম্যাচই বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।

চার ম্যাচে তিন জয়ে (শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে) ৭ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে এখন ক্যাপ্টেন কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। বৃষ্টির হানায় নটিংহ্যামে ভারতের বিপক্ষে মাঠে গড়ায়নি তাদের সর্বশেষ ম্যাচটি। তাই জয়ের ধারায় থাকতে মরিয়া হয়েই মাঠে নামবে ব্ল্যাক ক্যাপস শিবির।

পাঁচ ম্যাচে এক জয় (আফগানিস্তান) ও তিন হারে (ইংল্যান্ড, বাংলাদেশ ও ভারতের বিপক্ষে) তিন পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে প্রোটিয়ারা। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ মাঠে গড়ায়নি বৃষ্টির কারণে। বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন জিইয়ে রাখতে আজ জয়ের কোনো বিকল্প নেই দক্ষিণ আফ্রিকার সামনে।

ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত ৭০বার মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে জয়ের পাল্লা ভারী দক্ষিণ আফ্রিকার। নিউজিল্যান্ড ২৪ জয়ের বিপরীতে তাদের জয় ৪১ ম্যাচে। বাকি ৫ ম্যাচ ফলহীন। অন্যদিকে বিশ্বকাপে মুখোমুখি দেখায় আবার এগিয়ে নিউজিল্যান্ড। ৭ ম্যাচে নিউজিল্যান্ডের জয় ৫ ম্যাচে আর দক্ষিণ আফ্রিকার ২ ম্যাচে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!