• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ৩, ২০১৮, ১০:০৭ এএম
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ঢাকা: দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টচ জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টেস্টে ভেন্যু হিসেবে অভিষেক হল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। সঙ্গে অভিষেক হল দুই বাংলাদেশি ক্রিকেটারেরও। তারা হলেন- আরিফুল হক এবং নাজমুল ইসলাম অপু।

এছাড়া একাদশে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত ও তাইজুল ইসলাম। এক পেসারের পাশাপাশি তিন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।

ম্যাচ শুরুর আগে বাংলাদেশের সাবেক অধিনায়ক আকরাম খান ‘ফাইভ মিনিটস’ বেল বাজিয়ে আনুষ্ঠানিকভাবে সিলেট স্টেডিয়ামের অভিনব এ দিগন্তের সূচনা করেন।

উইন্ডিজের বিপক্ষে নিজেদের খেলা শেষ টেস্ট ম্যাচের একাদশে থাকা চার ক্রিকেটার- তামিম ইকবাল, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান ও কামরুল ইসলাম রাব্বি নেই সিলেট টেস্টের দলে। এর ফলে আগে থেকেই জানা ছিল নিশ্চিতভাবেই চারটি পরিবর্তন নিয়ে মাঠে নামবে স্বাগতিকরা। শেষ পর্যন্ত তাই হচ্ছে।

বাংলাদেশ একাদশ: ইমরুল কায়েস, লিটন দাস, মুমিনুল হক,  নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, আরিফুল হক, তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম অপু ও আবু জায়েদ রাহী।

জিম্বাবুয়ে একাদশ: হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), রিগিস চাকাভা, ব্রেন্ডল টেইলর, শন উইলিয়ামস, সিকান্দার রাজা,  পিটার মুর, চাকাভা, কাইল জার্ভিস, ব্রেন্ডন মাভুতা, ওয়েলিংটন মাসাকাদজা, টেন্ডাই চাতারা।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!