• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টসে জিতে ফিল্ডিং নিয়েছে আন্দ্রে রাসেলের রাজশাহী


ক্রীড়া প্রতিবেদক ডিসেম্বর ১৩, ২০১৯, ০২:২০ পিএম
টসে জিতে ফিল্ডিং নিয়েছে আন্দ্রে রাসেলের রাজশাহী

ঢাকা: প্রথম ম্যাচে ঢাকা প্লাটুনকে ৯  উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে রাজশাহী রয়্যালস। শুক্রবার (১৩ ডিসেম্বর) দলটি মুখোমুখি হয়েছে সিলেট থান্ডার্সের। টসে জিতে রাজশাহীর অধিনায়ক আন্দ্রে রাসেল প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। এ প্রতিবেদন লেখার সময় সিলেট বিনা উইকেটে ২০ রান তুলেছে।

এবারের বিপিএলে উদ্বোধনী ম্যাচেই মাঠে নেমেছিল সিলেট থান্ডার্স। ব্যাট হাতে ভালো সংগ্রহ পেলেও বল হাতে তেমন প্রতিরোধই গড়তে পারেনি তারা। বন্দর নগরীর দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে তাদের হারতে হয়েছে।

এদিকে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই জয় পেয়েছে রাজশাহী। আন্দ্রে রাসেলের নেতৃত্বে দারুণ পারফর্ম করেছে দলের প্রায় সবাই। ব্যাট-বল দুই দিকেই ভারসাম্যপূর্ণ দল গঠিন করেছে তারা। 

রাজশাহী রয়্যালস একাদশ: লিটন দাস, হজরতউল্লাহ জাজাই, অলক কাপালি, ফরহাদ রেজা, আফিফ হোসেন, মিনহাজুল আবেদীন আফ্রিদি, শোয়েব মালিক, আন্দ্রে রাসেল, রবি বোপারা, আবু জায়েদ ও তাইজুল ইসলাম।

সিলেট থান্ডার্স একাদশ: রনি তালুকদার, জনসন চার্লস,  মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন মিলন, নাজমুল ইসলাম অপু, নাঈম হাসান, নাভিন-উল-হক, এবাদত হোসেন, জীবন মেন্ডিস, ক্রিসমার সান্তোকি।

সোনালীনিউজ/আরআইবি/এইচএন

Wordbridge School
Link copied!