• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, নেই মোস্তাফিজ


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ১৪, ২০১৯, ১০:৫৭ এএম
টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, নেই মোস্তাফিজ

ঢাকা: ইন্দোরে প্রথম টেস্টে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। নতুন শুরুর প্রথমেই অন্তত জয় দিয়ে শুরু করতে পেরেছেন তিনি। দলে নেই কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।

বাংলাদশের ভারত সফর শুরু হয়েছিল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। প্রথম ম্যাচেই দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতকে হারিয়ে জোরেশোরে ধাক্কা দিয়েছিল বাংলাদেশ। কিন্তু পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় ভারত। এবং তিন ম্যাচের সিরিজ ২-১-এ জিতে নেয়। ইন্দোরে বৃহস্পতিবার থেকে শুরু হলো দুই দুই ম্যাচের টেস্ট সিরিজ। 

দক্ষিণ আফ্রিকাকে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করেই বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট খেলতে নামছে ভারত। বাংলাদেশ অবশ্য একমাত্র টেস্ট আফগানিস্তানের বিরুদ্ধে হেরে গিয়েছিল ঘরের মাঠে। ভারতীয় দলে ফিরেছেন অধিনায়ক বিরাট কোহলি। টি-টোয়েন্টি সিরিজে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল।বাংলাদেশ দলে সাকিব আলা হাসানের পরিবর্তে অধিনায়কের দায়িত্ব উঠেছে মুমিনুল হকের হাতে। সাকিব আপাতত দু'বছরের জন্য নিষিদ্ধ। অবশ্য তার মধ্যেই নিজেদের প্রমান করছে বাংলাদেশ দল। 

বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), ইমরুল কায়েস, সাদমান ইসলাম, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ, ইবাদত হোসেন। 

ভারতীয় দল: রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, উমেশ যাদব।
 
সোনালীনিউজ/আরআইবি/এইচএন

Wordbridge School
Link copied!