• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

টাইগারদের পারফরম্যান্স খুব হতাশা হলেন শোয়েব আখতার


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ২৬, ২০২০, ০৯:০৮ পিএম
টাইগারদের পারফরম্যান্স খুব হতাশা হলেন শোয়েব আখতার

ঢাকা: চলতি পাকিস্তান সফরে বাংলাদেশ দলের বাজে পারফরম্যান্সে হতাশ কিংবদন্তি ক্রিকেটার শোয়েব আখতার। বিশ্ব ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির এ পেসার বলেছেন, এ বাংলাদেশ আমাদের কাছে অচেনা, টাইগারদের পারফরম্যান্স খুব হতাশাজনক। পাকিস্তান সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দুই খেলায় খুব বাজেভাবে হেরেছে বাংলাদেশ দল।

শনিবার (২৫ জানুয়ারি) দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে ১৩৬ রান করা বাংলাদেশ হেরে যায় ৯ উইকেটের বড় ব্যবধানে। এ দিন খেলা শেষে পিটিভি স্পোর্টসের ‘গেম অন হ্যায়’ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতার। তার সঙ্গে ছিলেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার রশিদ লতিফ।

ওই দিন অনুষ্ঠানে বাংলাদেশ দলের পারফরম্যান্স মূল্যায়ন করতে গিয়ে শোয়েব আখতার বলেন, বাংলাদেশকে দেখে খুব সাধারণ একটি দল মনে হয়েছে। এ বাংলাদেশ আমাদের অচেনা। তাদের পারফরম্যান্স খুব হতাশাজনক।

এদিকে, পাকিস্তানের হয়ে টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি মিলে ২২৪ ম্যাচ খেলে ৪৪৪টি উইকেট শিকার করে শোয়েব আখতার। 

তিনি আরও বলেন, আগেই বলেছিলাম এ সিরিজে ৩-০ ব্যবধানে জিতবে পাকিস্তান। এটাই ঘটতে যাচ্ছে। বাংলাদেশের ব্যাটিং-বোলিংয়ের ধার চোখে পড়ছে না।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!