• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টানা তৃতীয়বার ইউরোপিয়ান গোল্ডেন শু জিতলেন মেসি


ক্রীড়া ডেস্ক মে ২৫, ২০১৯, ১০:৫৬ এএম
টানা তৃতীয়বার ইউরোপিয়ান গোল্ডেন শু জিতলেন মেসি

ঢাকা: বার্সেলোনার হয়ে তিনি যা করছেন এক কথায় অবিশ্বাস্য। প্রত্যেক মৌসুমেই গোলৎসব করেন লিওনেল মেসি। এই মৌসুমেও তাই করেছেন। স্প্যানিশ লিগে সবচেয়ে বেশি গোল করে মেসি জিতে নিয়েছেন পিচিচি ট্রফি। এবার ইউরোপিয়ান গোল্ডেন শু-ও জিতলেন।

পিচিচি ও ইউরোপের গোল্ডেন শু দুটোই টানা তৃতীয়বারের মতো পেলেন মেসি। ইউরোপিয়ান শীর্ষ লিগের সর্বোচ্চ গোলদাতার জন্য এই পুরস্কার চালু হয় ১৯৬৮ সালে। এরপর এই প্রথম কোনও ফুটবলার টানা তিনবার পেলেন ইউরোপিয়ান গোল্ডেন শু। এর আগে ২০০৯-১০, ২০১১-১২ ও ২০১২-১৩ মৌসুমেও পুরস্কারটি জিতেছিলেন মেসি। সব মিলিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো সেরা হলেন মেসি।

স্প্যানিশ লা লিগায় ৩৪ ম্যাচে মেসি করেন ৩৬ গোল। সতীর্থদের তৈরি করে দেন ১৩টি গোলের উৎস। এই লড়াই তিনি পেছনে ফেলেন পিএসজির তারকা কিলিয়েন এমবাপ্পেকে।


সোনালীনিউজ/আরআইবি/আকন

Wordbridge School
Link copied!