• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টানা পঞ্চম জয় পেতে সাকিবের ঢাকার চাই ১৩৭ রান


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ১৬, ২০১৯, ০৩:২৫ পিএম
টানা পঞ্চম জয় পেতে সাকিবের ঢাকার চাই ১৩৭ রান

ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে ১৭তম ম্যাচে জয়ের জন্য ঢাকা ডায়নামাইটসকে ১৩৭ রানের টার্গেট দিয়েছে রাজশাহী কিংস। আগে ব্যাট করে মার্শাল আইয়ূবের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে পদ্মা পাড়ের দলটি।  

বুধবার (১৬ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নেয় রাজশাহী কিংসের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। কিন্তু মোটেও সুবিধা করতে পারেনি পদ্মা পাড়ের দলটি। শুরুতেই ধাক্কা খায় রাজশাহী। আন্দ্রে রাসেলের বলে পোলার্ডের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন মিরাজ।

তবে দ্বিতীয় উইকেটে মার্শাল আইয়ূবকে নিয়ে প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠেন শাহরিয়ার নাফীস। দুর্দান্ত খেলতে থাকেন তারা। দুজনের মধ্যে দারুণ মেলবন্ধন গড়ে ওঠে। এতে দুরন্ত গতিতে ছোটে রাজশাহী। দুর্দান্ত খেলতে থাকা শাহরিয়ার ব্যক্তিগত ২৫ রানে সুনিল নারাইনের শিকার বনে বিদায় নেন।

সঙ্গী হারিয়ে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি মার্শাল। পরক্ষণেই এ মায়াবি স্পিনারের ঘূর্ণি জালে ধরা পড়েন তিনি। ফেরার আগে ৩১ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪৫ রানের নান্দনিক ইনিংস খেলেন ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফরমার।

নাফীস-আইয়ূব ফিরে যাওয়ার পর রাজশাহীকে টেনে তোলার চেষ্টা করেন জাকির হাসান ও রায়ান টেন ডেসকাট। ফলে লড়াকু পুঁজি সংগ্রহের পথে থাকে দলটি। প্রথমে নিজেদের মধ্যে বোঝাপড়া গড়ে তোলেন তারা। পরে হাত খুলে মারতে যান। সেখানেই বাধে যত বিপত্তি। আলিস-আল ইসলামের বলে ব্যক্তিগত ২০ রানে স্ট্যাম্পিং হয়ে ফেরেন জাকির।

সেই রেশ না কাটতেই নারাইনের এলবিডব্লিউর ফাঁদে পড়ে ফেরেন ডেসকাট (১৬)। অল্পক্ষণ পর সাকিব আল হাসানের বলে স্ট্যাম্পিং হয়ে বিদায় নেন সেকুগে প্রসন্না। শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৩৬ রান তুলতে সক্ষম হয় রাজশাহী। ঢাকার হয়ে নারাইন নেন সর্বোচ্চ ৩ উইকেট। ১টি উইকেট পকেটে ভরেন রাসেল, সাকিব ও আলিস।

এখন টুর্নামেন্টে ৪ ম্যাচে সবক’টি জয় তুলে নিয়েছে ঢাকা ডায়নামাইটস। ৮ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে সাকিব আল হাসানের দল। অপরদিকে, ৫ খেলায় ২ জয়ে ৩ হারে ৪ পয়েন্ট নিজেদের সংগ্রহে রেখেছে রাজশাহী কিংস।

রাজশাহী কিংস একাদশ : মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, জাকির হাসান, আরাফাত সানি, কামরুল ইসলাম রাব্বি, মার্শাল আইয়ুব, শাহরিয়ার নাফীস, সেক্কুজে প্রসন্ন, ক্রিস্টিয়ান জাঙ্কার, রায়ান টেন ডেসকাট ও ইসুরু উদানা।

ঢাকা ডায়নামাইটস একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান, রুবেল হোসেন, রনি তালুকদার, আসিফ হাসান, মোহাম্মদ নিয়াম, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড, হজরতউল্লাহ জাজাই, সুনিল নারাইন ও আলী।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!