• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টি-টেন লিগ থেকে মালিকের নাম প্রত্যাহারের কারণ সানিয়া ও পুত্র


ক্রীড়া ডেস্ক নভেম্বর ১৩, ২০১৮, ০৭:১৭ পিএম
টি-টেন লিগ থেকে মালিকের নাম প্রত্যাহারের কারণ সানিয়া ও পুত্র

ছবি: সংগৃহীত

ঢাকা: টি-টেন লিগ থেকে নিজেকে সরিয়ে নিলেন শোয়েব মালিক। টুইটারে সোমবার গভীর রাতে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। টুর্নামেন্টের দ্বিতীয় বছরে পাঞ্জাব লিজেন্ডস দলের হয়ে খেলার কথা ছিল শোয়েবের। কিন্তু স্ত্রী–পুত্র’র সঙ্গে সময় কাটাবেন বলেই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালেন শোয়েব।

তিনি টুইটারে লেখেন, ‘পাঞ্জাব লিজেন্ডসদের হয়ে টি-টেন লিগে খেলতে পারছি না। পরিবারের সঙ্গে সময় কাটানোকেই অগ্রাধিকার দিলাম। সিদ্ধান্ত নেওয়াটা বড় কঠিন ছিল। কিন্তু স্ত্রী ও সন্তানের সঙ্গে সময় কাটাব বলেই নাম তুলে নিলাম টুর্নামেন্ট থেকে। আশা করব আপনারা বিষয়টা বুঝবেন।’

২০১০ সালের ১২ এপ্রিল ভারতীয় টেনিসের গ্ল্যামার গার্ল সানিয়া মির্জাকে বিয়ে করেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক। ২০১৮–এর ২৯ অক্টোবর পুত্রসন্তানের জন্ম দেন সানিয়া। যার নাম রাখা হয়েছে ইজহান মির্জা মালিক।

এই মুহূর্তে দুবাইয়ে চলছে পাকিস্তান–নিউজিল্যান্ড সিরিজ। আগামী রোববার ওয়ানডে সিরিজ শেষ হবে। তারপরই শোয়েব চলে আসবেন স্ত্রী–পুত্রের কাছে। কয়েকটা দিন তিনি তাদেরকেই সময় দেবেন।

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!