• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস গড়লেন রশিদ খান


ক্রীড়া ডেস্ক আগস্ট ২৩, ২০২০, ০৪:৩৯ পিএম
টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস গড়লেন রশিদ খান

ঢাকা: করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় মাঠে ফিরেছে ক্রিকেট। ইংল্যান্ডের পর এবার জ্যামাইকায় ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) মাধ্যমে দীর্ঘদিন পর মাঠে বল গড়াচ্ছে।

আর সেই টুর্নামেন্টে মাঠে ফিরেই টি-টোয়েন্টি ক্রিকেটে দুটি অসাধারণ রেকর্ডে নাম লেখালেন আফগান স্পিনার রশিদ খান।

বৃহস্পতিবার সিপিএলে সেন্ট লুসিয়া জুকসের স্বদেশী অলরাউন্ডার মোহাম্মদ নবিকে আউট করে এই দুই রেকর্ড গড়লেন তিনি।

রেকর্ড দুটি হচ্ছে - টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বয়সে এবং সবচেয়ে দ্রুততম সময়ে ৩০০ উইকেটের মালিক হয়েছেন রশিদ খান।

টি-টোয়েন্টিতে মাত্র ২১ বছর ৩৩৫ দিন বয়সে রশিদ খান ৩০০তম উইকেট জমা করেছেন ঝুলিতে। এই ৩০০ উইকেট জমা করতে তিনি খেলেছেন ২১৩টি ম্যাচ। এত কম ম্যাচে ৩০০ উইকেট প্রাপ্তির কীর্তি নেই আর কোনো বোলারের।

রশিদ খান রেকর্ড গড়লেও ম্যাচটিতে হেরেছে তার দল বার্বাডোজ ট্রাইডেন্ট। বৃষ্টি আইনে ৭ উইকেটে সেন্ট লুসিয়া জুকসের কাছে হেরে গেছে তার দল।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!