• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টিভিতে প্রাথমিকের ক্লাসের রুটিন


সোনালীনিউজ ডেস্ক এপ্রিল ৫, ২০২০, ০৬:৫০ পিএম
টিভিতে প্রাথমিকের ক্লাসের রুটিন

ঢাকা: আগামী ৭ এপ্রিল টেলিভিশনে শুরু হবে প্রাথমিক স্তরের ক্লাস সম্প্রচার। সংসদ বাংলাদেশ টিভির মাধ্যমে ওইদিন থেকে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত রেকর্ড কর ক্লাস সম্প্রচার করা হবে। ‘ঘরে বসে শিখি’ শিরোনামে এ কার্যক্রম শুরু হচ্ছে।

রোববার (৫ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। আর ৭, ৮ ও ৯ এপ্রিল সংসদ টিভিতে প্রাথমিকের ক্লাস সম্প্রচারের রুটিন প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

মহাপরিচালক মো. ফসিউল্লাহ বলেন, গত বৃহস্পতিবার থেকে ক্লাস রেকর্ডিংয়ের কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যেই কয়েকটি ক্লাস সম্প্রচার উপযোগী করে তৈরি করা হয়েছে। আগামী ৭ এপ্রিল থেকে সংসদ টিভিতে প্রাথমিক স্তরে ক্লাস সম্প্রচার শুরু হবে। রোববার সংসদ টিভিতে প্রাথমিকের ক্লাসের রুটিন প্রকাশ করা হয়েছে।

জানা গেছে, প্রতিদিন দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম এ ছয় শ্রেণির ক্লাস সংসদ টিভিতে প্রচার করা হবে। প্রতিটি ক্লাস হবে ২০ মিনিটের। 

জানা গেছে, টেলিভিশনে পাঠদানকারী শিক্ষক পাঠদান করা বিষয়ের উপর বাড়ির কাজ দেবেন। শিক্ষার্থীদের প্রত্যেক বিষয়ের জন্য আলাদা আলাদা খাতায় বাড়ির কাজ করতে হবে। স্কুল খুললে তার শিক্ষকদের কাছে জমা দিতে হবে।

সোনালীনিউজ পাঠকদের জন্য ৭, ৮ ও ৯ এপ্রিল সংসদ টিভিতে প্রাথমিকের ক্লাস সম্প্রচারের রুটিন তুলে ধরা হলো।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!