• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টেকনাফে ৬০ হাজার ইয়াবা জব্দ


কক্সবাজার প্রতিনিধি আগস্ট ২৯, ২০১৮, ০৮:০৩ পিএম
টেকনাফে ৬০ হাজার ইয়াবা জব্দ

কক্সবাজার: জেলার টেকনাফের জালিয়াপাড়া এলাকা থেকে ৬০ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।

মঙ্গলবার (২৮ আগস্ট) ভোর রাতে ওই ইয়াবা জব্দ করা হয়েছে।

সূত্র জানায়, বিজিবি’র ২নং বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আছাদুদ-জামান চৌধুরী’র নেতৃত্বে একটি বিশেষ টহল দল হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ জালিয়াপাড়া এলাকা থেকে মঙ্গলবার (২৮ আগস্ট) ভোর রাতে টহলরত অবস্থায় চারজন লোককে ১টি বস্তাসহ জালিয়াপাড়া সুইজ গেইট হয়ে নাফ নদী পার হয়ে বাংলাদেশে আসতে দেখে সন্দেহ হওয়ায় তাদেরকে চ্যালেঞ্জ করে।

আকস্মিক বিজিবি টহল দলের উপস্থিতি লক্ষ্য করা মাত্রই ইয়াবা চোরাকারবারীরা তাদের সঙ্গে থাকা বস্তাটি ফেলে নদীতে লাফ দিয়ে সাঁতরিয়ে মায়ানমারের অভ্যন্তরে চলে যায়।  পরবর্তীতে টহল দল পাচারকারীদের কর্তৃক ফেলে যাওয়া বস্তাটি তল্লাশি করে এক কোটি ৮০ লাখ টাকা সমমূল্যের ৬০ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়।

জব্দ ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!