• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টেস্টে এভাবে চলতে পারে না, বদলাতে হবে কাঠামোঃ ডমিঙ্গো


ক্রীড়া ডেস্ক নভেম্বর ১৫, ২০১৯, ০৯:৪৪ পিএম
টেস্টে এভাবে চলতে পারে না, বদলাতে হবে কাঠামোঃ ডমিঙ্গো

ঢাকা: সাত ব্যাটসম্যান আর চার বোলার নিয়ে খেলা বাংলাদেশের লক্ষ্য কী ছিল সেটা বুঝতে ক্রিকেট বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। শুরুতেই যদি হারের কথা চিন্তা করা হয় তাহলে আর খেলারই বা কী দরকার! টেস্ট ক্রিকেটের ১৯ বছর পার করার পরও কেন এমন মানসিকতা সেটা একটা বড় প্রশ্ন।

দলের সমন্বয় নেই। খেলার আগেই হেরে যাওয়ার মানসিকতা  কেন? ডমিঙ্গে শুক্রবার সংবাদ সম্মেলনে এসে আসল সত্যটা বলে দিলেন। তার কথা এভাবে টেস্ট ক্রিকেটে চলতে পারে না, ‘কোনও সন্দেহ নেই দলের কাঠামোগত বদল আনতে হবে। না হলে ফল একই হতে থাকবে। নির্বাচকদের সঙ্গে বসে সামনে এগোনোর পথ খুঁজে বের করতে হবে। আমাকে চিহ্নিত করতে হবে কোন কোন খেলোয়াড় দলকে সামনে এগিয়ে নিতে পারবে।

যদি আমাদের নতুন মুখ নিয়ে এগোতে হয়, কিছুটা সময় ভুগতে হয়, আমার মনে হয় বর্তমানে যা হচ্ছে সেটির চেয়ে খারাপ কিছু হবে না। হ্যাঁ, এই দলে দারুণ কিছু খেলোয়াড় আছে তাদের সম্মান করতে হবে। বাংলাদেশের হয়ে তাদের পারফরম্যান্সকে সম্মান জানাতে হবে। তবে দলের স্বার্থই আপনাকে বড় করে দেখতে হবে।’

কেন সাত ব্যাটসম্যান আর তিন পেসার? ডমিঙ্গো অসহায় হয়ে বলেছেন তার হাতে বিকল্প ছিল না,‘যখন আপনার দলের শীর্ষ ছয় ব্যাটসম্যানের গড় ৪৫-৫০ হবে অনায়াসে ৬ ব্যাটসম্যান নিয়ে খেলতে পারেন। ভারতীয় ব্যাটিং লাইনআপ দেখেন। দুর্ভাগ্য, আমাদের তেমন ব্যাটসম্যান নেই। এ ঘাটতি পুষিয়ে নিতে একজন অতিরিক্ত ব্যাটসম্যান নিয়ে খেলছি। যদি আপনি উইকেট না পান তখন শুনতে হবে কেন অতিরিক্ত বোলার নিইনি।’

ডমিঙ্গোর উপলব্ধি দলের বর্তমান কাঠামো ভাঙতেই হবে, ‘দুই পেসার নিয়ে খেলা সত্যি কঠিন। আমাদের তৃতীয় একজন পেসার খুঁজে বের করতে হবে যে ব্যাটিংও করতে পারে। সাইফউদ্দিন আছে, কিন্তু সে চোটে পড়েছে। দলের যে কাঠামো, এটা নিয়ে ভাবার সময় হয়েছে। বাংলাদেশের বিপক্ষে যারা খেলে তারা বেশির ভাগই ভালো উইকেট বানাবে যেখানে খুব একটা স্পিন কাজ করবে না। আমাদের আরেকজন পেসার খুঁজে পেতে হবে যে সাত কিংবা আটে ব্যাটিং করতে পারে।’

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!