• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল ওয়াশিংটনসহ যুক্তরাষ্ট্রের কয়েকটি বড় শহর


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ১৯, ২০২০, ০৯:৪১ এএম
ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল ওয়াশিংটনসহ যুক্তরাষ্ট্রের কয়েকটি বড় শহর

ঢাকা : নির্বাচনের দিন ঘনিয়ে আসার সাথে সাথে এ নিয়ে উত্তেজনাও বেড়েই চলছে। ট্রাম্পকে দ্বিতীয় মেয়াদে ভোট না দেয়ার জনসমর্থন তৈরিতে রাস্তায় নেমে এসেছে হাজার হাজার নারী। 

গেলো শনিবার ওয়াশিংটন ডিসিসহ বড় বড় শহরে ব্যাপক বিক্ষোভের ঘটনা ঘটেছে। খবর বিবিসির। এসময় আসন্ন আগামী ৩ নভেম্বরের নির্বাচনে নারীরা ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার আহ্বান জানান। 

ওয়াশিংটনের ফ্রিডম প্লাজার সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে ওমেন্স মার্চের নির্বাহী পরিচালক র্যা চেল ও লিয়ারি বলেন, নারীরা রাস্তায় নামলে এককভাবে সবচেয়ে বড় রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। এমন কোনো বিষয় নেই যা দিয়ে ট্রাম্প নারীদের থামিয়ে দিতে পারে।

২০১৭ সালে প্রথম ট্রাম্পবিরোধী ‘ওমেন্স মার্চ’ হয়েছিল ওয়াশিংটনে। সেই থেকে অনুপ্রাণিত হয়ে শনিবার বিক্ষোভ অনুষ্ঠিত হয়।  

সোনালীনিউজ/এএস
 

Wordbridge School
Link copied!