• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ট্রাম্পের বিরুদ্ধে মামলা করছে ইরান


আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ১৮, ২০২০, ১০:০১ এএম
ট্রাম্পের বিরুদ্ধে মামলা  করছে ইরান

ঢাকা : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) যুদ্ধাপরাধের মামলা করার পরিকল্পনা করছে ইরান।

জেনারেল কাসেম সোলাইমানি হত্যার ঘটনায় ইরাক ও ইরানেও তার বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন তেহরানের শীর্ষ বিচারিক কর্তৃপক্ষের মুখপাত্র গোলাম হোসেইন ইসলাইলি।

তিনি বলেন, ট্রাম্প ছাড়াও মার্কিন সরকার ও সেনাবাহিনীর বিরুদ্ধেও মামলা দায়ের করা হবে। গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।

গত ৩ জানুয়ারি ভোরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বাগদাদ বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে ইরানের কুদস ফোসের্র কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকের মিলিশিয়া বাহিনী পিএমইউ-এর ডেপুটি কমান্ডার আবু মাহদী আল মুহান্দিসকে হত্যা করে মার্কিন সেনারা।

সোনালীনিউজ/এএস

Wordbridge School

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!