• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ড. ইউনুসকে জার্সি উপহার দিলেন মেসি-পিকেরা


ক্রীড়া ডেস্ক নভেম্বর ১৪, ২০১৮, ০৯:৪০ পিএম
ড. ইউনুসকে জার্সি উপহার দিলেন মেসি-পিকেরা

ছবি: সংগৃহীত

ঢাকা: ক্ষুদ্রঋণ কার্যক্রমের মধ্য দিয়ে দারিদ্র্য বিমোচনে কাজ করায় ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন ড. মুহাম্মদ ইউনূস। প্রথম বাংলাদেশী হিসেবে এই পুরস্কার লাভ করেন তিনি। এছাড়া প্রেসিডেন্টের ব্যক্তিগত পছন্দ অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট স্বর্ণপদক পান ড. ইউনূস। মুলত ক্ষুদ্রঋণের ধারণাই তাকে গোটা বিশ্বেই সম্মানজনক পরিচিতি এনে দিয়েছে। সেই পরিচয় নিয়েই এবার বিশ্বখ্যাত স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনা হাজির হলেন ড. ইউনূস।

ন্যু ক্যাম্পে লিওনেল মেসি, জেরার্ড পিকেসহ ক্লাবটির কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ড. মোহাম্মদ ইউনুস। এরইমধ্যে সাক্ষাতের সেই ছবি এফসি বার্সেলোনা এবং ড. ইউনুসের নিজস্ব ভ্যারিফায়েড ফেসবুক পেজে এ নিয়ে ভিডিও এবং ছবি প্রকাশিত হয়েছে।

বার্সেলোনার অফিসিয়াল পেজে পোস্ট করা হয়েছে একটি ভিডিও। যেখানে ড. ইউনুস তার বই, এফসি বার্সেলোনায় সফরের বিস্তারিত বিষয়ে কথা বলেছেন। তিনি বলেন, ‘বাংলাদেশের প্রায় সবাই বার্সাকে ভালোবাসে। আমিও সেই কম্যুনিটির একটি অংশ। বাংলাদেশের লক্ষ-কোটি তরুণ বার্সাকে পছন্দ করে। মূলতঃ আমি তাদের হয়েই এসেছি এখানে। তারা সবাই বার্সার খেলা উপভোগ করে। ক্লাবের খেলোয়াড়দের ভালোবাসে এবং তাদেরকে নিজেদের হিরো বলে গণ্য করে।’

ড. ইউনুসের নিজের পেজে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে বার্সার হোম গ্রাউন্ড ক্যাম্প ন্যুতে তার সঙ্গে একটি বই হাতে ছবির জন্য পোজ দিয়েছেন লিওনেল মেসি, জেরার্ড পিকে এবং ক্লাবটির ভাইস প্রেসিডেন্ট জর্ডি মেস্ত্রে। ড. ইউনুসের লেখা স্প্যানিশ ভাষায় অনুদিত বইটির নাম ‘আন মুন্ডো ডে ট্রেস সেরোস (Un Mundo de Tres Ceros)।’ ইংরেজিতে অনুবাদ করলে যার অর্থ দাঁড়ায় ‘অ্যা ওয়ার্ল্ড অব থ্রি জিরোস (A World of Three Zeroes)।’

ড. ইউনুসের ফেসবুক পেজে পোস্ট করা স্ট্যাটাসে লেখা হয়েছে, ‘এফসি বার্সেলোনা ফাউন্ডেশন হচ্ছে বার্সেলোনা সোশ্যাল বিজনেস সিটির পার্টনার। এ কারণেই ড. ইউনুস তার বই নিয়ে সফর করে এলেন ন্যু ক্যাম্পে। স্প্যানিশ ভাষায় বইটি প্রকাশ করেছে পাইডস নামে একটি প্রতিষ্ঠান। স্পেনের বার্সেলোনা, মাদ্রিদ এবং ভ্যালেন্সিয়ায় একযোগে প্রাকশ করা হয়েছে ড. ইউনুসের বইটি। তিনি (ড. ইউনুস) সোশ্যাল বিজনেসে খেলাধুলার প্রভাবকে কাজে লাগানোর জন্য অনেকদুর এগিয়ে গেছেন। এ জন্য তিনি তৈরি করেছেন ইউনুস স্পোর্টস হাব। যার মাধ্যমে খেলাধুলাকে সামাজিকীকরণের কাজ করা হচ্ছে।’

মূলতঃ ড. ইউনুস তার বইটির প্রচারণার জন্যই গেলেন বার্সেলোনার হোম গ্রাউন্ডে। সেখানে তিনি কথা বলেন বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দে, সহ সভাপতি জর্ডি মেস্ত্রের সঙ্গে। এরপরই মেসির সঙ্গে কথা বলেন ড. ইউনুস। এ সময় ড. ইউনুসের হাতে জার্সি তুলে দেন মেসি এবং পিকেরা।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!