• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ড. কামালের ওয়ার্নিং


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৮, ২০১৯, ১০:৫১ পিএম
ড. কামালের ওয়ার্নিং

ফাইল ফটো

ঢাকা: জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন অভিযোগ করে বলেছেন, একাদশ সংসদ নির্বাচনে ভোটের মহাডাকাতি হয়েছে।

তিনি বলেন, জনগণের ভোটাধিকার হাইজ্যাক করা হয়েছে। ওয়ার্নিং দিচ্ছি, এসব করে কেউ পার পাবে না।

শুক্রবার (১৮ জানুয়ারি) রাজধানীর মতিঝিলে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা-৬ আসনের নির্বাচনোত্তর শুভেচ্ছাবিনিময় সভায় ড. কামাল এ হুশিয়ারি দেন।

ঢাকা-৬ আসনে ধানের শীষের প্রার্থী ও গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরীর পক্ষে কাজ করা নেতাকর্মীদের সঙ্গে এ শুভেচ্ছাবিনিময় সভা হয়।

ড. কামাল বলেন, ‘নির্বাচনের নামে সম্পূর্ণভাবে শুধু প্রহসন নয়, সারা দেশে ভোট মহাডাকাতি হয়েছে। একজনও বলে নাই এখানে সুষ্ঠু নির্বাচন হয়েছে। জনগণের ভোটাধিকার হাইজ্যাক করা হয়েছে।’

বঙ্গবন্ধু ও তার সহকর্মী যারা স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন তাদের অসম্মান ও অবমাননা করা হচ্ছে বলেও মন্তব্য করেন এ সংবিধান প্রণেতা।

ড. কামাল বলেন, ‘সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে বলতে হবে, এটা হতে দেয়া হবে না। যারা এগুলো করেছে, তাদের আমরা ওয়ার্নিং দিচ্ছি, বাংলাদেশে এগুলো করে কেউ পার পাবে না। বহু স্বৈরাচার দেখেছি, একজন স্বৈরাচারও টিকতে পারেনি।’

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!