• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ডমিনেজ স্টিল বিল্ডিংয়ের আইপিওতে আবেদন শুরু


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৯, ২০২০, ১১:২৭ এএম
ডমিনেজ স্টিল বিল্ডিংয়ের আইপিওতে আবেদন শুরু

ঢাকা: শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহের অনুমোদন পাওয়া ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদন গ্রহণ আজ (১৯ অক্টোবর) শুরু হয়েছে, যা চলবে ২৫ অক্টোবর পর্যন্ত।

আইপিওর মাধ্যমে ডমিনেজ স্টিল বিল্ডিং পুঁজিবাজার থেকে ৩০ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে। এ লক্ষ্যে ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি শেয়ার ইস্যু করবে তারা।

সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৩৭তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও প্রস্তাব অনুমোদন করা হয়।

প্রি-ইঞ্জিনিয়ার্ড অর্থাৎ স্টিল স্ট্রাকচারড বিল্ডিং প্রস্তুতকারী কোম্পানিটির বর্তমান পরিশোধিত মূলধন ৬৫ কোটি টাকা। আইপিও-পরবর্তী সময়ে তা বেড়ে দাঁড়াবে ৯৫ কোটি টাকা।

আরো পড়ুন: সবচেয়ে বড় আইপিও নিয়ে শেয়ারবাজারে আসছে রবি

আইপিওর মাধ্যমে সংগৃহীত অর্থ ভবন নির্মাণ, বৈদ্যুতিক সরঞ্জাম স্থাপন, যন্ত্রপাতি ক্রয় ও আইপিওর ব্যয় নির্বাহ খাতে খরচ করবে কোম্পানিটি। ডমিনেজের ৩০ জুন সমাপ্ত ২০১৯ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১ টাকা ৪৯ পয়সা। ২০১৯ সালের ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৯ টাকা ৮১ পয়সা। গত পাঁচ হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফার ভারীত গড়হারে ইপিএস ১ টাকা ৪৭ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনায় রয়েছে শাহজালাল ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।

সোনালীনিউজ/এলএ/এএস

Wordbridge School
Link copied!