• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ডা. জাফরুল্লাহ চৌধুরী আগের থেকে অনেকটা সুস্থ


নিজস্ব প্রতিবেদক জুন ৪, ২০২০, ০৪:৩১ পিএম
ডা. জাফরুল্লাহ চৌধুরী আগের থেকে অনেকটা সুস্থ

ঢাকা: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে করোনা আক্রান্ত থেকে ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। তবে কিছুটা শারীরিক দুর্বলতা রয়েছে তার।

বৃহস্পতিবার (০৪ জুন) গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা এ তথ্য দেন।

তিনি বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী স্যার ভালো আছেন। তবে কিছুটা শারীরিক দুর্বলতা আছে। ঠিকমতো খাওয়া-দাওয়া করলে এই দুর্বলতা কেটে যাবে। তিনি খেতে পারছেন। তবে পরিমাণে কম। এছাড়া বর্তমানে তার শ্বাসকষ্টও নেই।

গত ২৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। প্রথমে গণস্বাস্থ্যের র‍্যাপিড ডট ব্লট কিটের পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরীক্ষাতেও একই রেজাল্ট আসে।

বর্তমানে ডা. জাফরুল্লাহ রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া তার স্ত্রী শিরীন হক ও ছেলে বারিশ চৌধুরীও করোনা আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!