• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডাকসু নির্বাচন নিয়ে ভিন্নমত বিএনপিতে


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২০, ২০১৯, ০১:০৭ পিএম
ডাকসু নির্বাচন নিয়ে ভিন্নমত বিএনপিতে

ঢাকা : ডাকসু নির্বাচনে ছাত্রদলের অংশ নেয়ার বিষয়ে, বিএনপির সাবেক ছাত্রনেতাদের ভিন্নমত রয়েছে। কিছুটা ছাড় দিয়ে হলেও, নির্বাচনে অংশ নেয়ার পক্ষে ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক (জিএস) ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

অন্যদিকে, ন্যূনতম সহাবস্থান ছাড়া এই নির্বাচনে যাবার কোনও অর্থ নেই বলে মনে করেন, ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচন। সক্রিয় ছাত্রসংগঠনগুলোর পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরা এই নির্বাচন নিয়ে চাঙ্গা হয়ে ওঠেছেন।

শুরু থেকেই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এবং ক্যাম্পাসে সব ছাত্রসংগঠনের সহাবস্থান নিশ্চিত করার দাবি জানিয়ে আসছে, বিএনপির ছাত্রসংগঠন-বাংলাদেশ ছাত্রদল। এছাড়া, নির্বাচনের তারিখ পেছানোসহ ৭ দফা দাবি জানিয়েছে তারা।

তবে নানা দাবি থাকলেও, ডাকসু নির্বাচনকে ঘিরেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকেছে ছাত্রদল। প্রায় দশ বছর পর তাদের নেতাকর্মীরা মধুর ক্যান্টিনে গেলে স্বাগত জানায় ছাত্রলীগ। তবে, এই সহাবস্থান সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে যথেষ্ট নয় বলে মনে করেন ছাত্রদলের সাবেক সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী জানান, ‘ছাত্রদল মধুর ক্যান্টিনে গিয়েছে, এক সপ্তাহে তো আর সহাবস্থান বা পরিবেশ ভালো- এটা বলা যাবে না। এক কথায় রাজনৈতিক সহাবস্থান এখনও সৃষ্টি হয়নি। হলগুলোতে তো সহাবস্থান নাই। আমরা এখনও আশা করছি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রদলের তথা ছাত্র সমাজের দাবি মেনে নেবে। আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করবো, তারা কী সিদ্ধান্ত নেন- সেটা দেখবো। সে অনুযায়ী আমাদের ছাত্র সংগঠনগুলো সিদ্ধান্ত নেবে।’

তবে, ডাকসু নির্বাচন নিয়ে কোনও অজুহাত খোঁজার পক্ষে নন ডাকসুর সবশেষ নির্বাচিত সাধারণ সম্পাদক খায়রুল কবির খোকন। এ প্রসঙ্গে খোকন বলেন, ‘আমরা চাই উভয়পক্ষ থেকে কিছুটা ছাড় দিয়ে একটি চমৎকার নির্বাচন অনুষ্ঠিত হোক। দলবাজি বা সংকীর্ণ মানসিকতার পরিচয়, সেটা যেন আমাদের মাঝে না থাকে।’

ডাকসু নির্বাচন করতে পারলে, জাকসু, চাকসু অর্থাৎ সারা দেশে বিশ্ববিদ্যালয় ও কলেজ গুলোতে নির্বাচন শুরু হবে বলে মনে করেন বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন।

তফসিল অনুযায়ী আসছে ১১ই মার্চ অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও আবাসিক হল সংসদ নির্বাচন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!