• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘ডানহাতি’ ওয়ার্নারের কাণ্ডে অবাক ক্রিকেট দুনিয়া!


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ১৭, ২০১৯, ১০:০৮ এএম
‘ডানহাতি’ ওয়ার্নারের কাণ্ডে অবাক ক্রিকেট দুনিয়া!

ঢাক: বল-বিকৃতিকাণ্ডে নির্বাসিত হয়েছেন। ডেভিড ওয়ার্নার তাই বিপিএলে খেলার সুযোগটা লুফে নিয়েছেন। সিলেট সিক্সার্সকে শুরু থেকেই নেতৃত্ব দিচ্ছেন। বুধবার রংপুর রাইডার্সের বিপক্ষে অবাক কাণ্ডই ঘটিয়েছেন তিনি। সবসময় বাহাতে ব্যাট করা ওয়ার্নার এদিন ক্রিস গেইলের বল খেলতে গিয়ে হঠাৎ করেই হয়ে গেলেন ডানহাতি ব্যাটসম্যান। যা দেখে গেইল তো অবাক! শুধু গেইল কেন গোটা ক্রিকেট দুনিয়াই অবাক হয়েছে ওয়ার্নারের এই আশ্চর্যরকম কাণ্ড দেখে।

শুধু কি তাই, ডানহাতি ব্যাটিংয়ে তিন বলে এক ছক্কা ও দুই চার মেরে ওয়ার্নার বিস্ময়ই জাগিয়েছেন। অবশ্য তার আগে বাঁহাতি ব্যাটিংয়েই ঝড় বইয়ে দেন ওয়ার্নার।

ওয়ার্নার তখন ২৯ বলে ৪৫ রান নিয়ে ব্যাট করছিলেন। বাঁহাতি ওয়ার্নারের জন্য গেইলের অফ স্পিন ২ ওভার কাজে লাগিয়েছেন রংপুর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ১৯তম ওভারে তাকেই আক্রমণে আনলেন আবার। প্রথম বলে ওয়ার্নার দুই রান নিতে পারলেও পরের দুটি বলে রান নিতে পারলেন না। এরপরই বাঁহাতি ওয়ার্নার হয়ে গেলে ডানহাতি!

গার্ড নিলেন ডানহাতে, স্টান্স নিলেন ডানহাতি হিসেবেই। গেইল ফিল্ডিং সাজালেন ডানহাতি ব্যাটসম্যানের জন্য। লাভ হলো না। হাফভলি মতো বলটাকে গেইলের মাথার ওপর দিয়ে ডানহাতি ওয়ার্নার উড়িয়ে দিলেন সীমানার ওপারে! ছক্কা!

পরের বলটি গেইল করলেন ফুলটস। ডানহাতি ওয়ার্নারের বাউন্ডারি সুইপ শট খেলে। পরের বলে সুইচ হিটে মারলেন আরেকটি বাউন্ডারি!
শেষ ওভারে শফিউল ইসলামের বোলিংয়ে আবার ওয়ার্নার হয়ে যান বাঁহাতি ব্যাটসম্যান। ইনিংস শেষে অপরাজিত থাকেন ৩৬ বলে ৬১ রানে। তবে রান-বলের হিসাব ছাপিয়ে বিস্ময় জাগিয়েছেন ওয়ার্নার। গোটা ক্রিকেট দুনিয়াতেই তাঁর এই ব্যাটিং করার খবর ছড়িয়ে পড়েছে। আর ওয়ার্নারের ডানহাতি হওয়ার ব্যাটিং এর মধ্যেই সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে।


সোনালীনিউজ/আরআইবি/আকন

Wordbridge School
Link copied!