• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ডানেডিনে ব্যাটসম্যানদের দিকে তাকিয়ে মাশরাফি


ক্রীড়া প্রতিবেদক ফেব্রুয়ারি ১৯, ২০১৯, ০৩:৩৬ পিএম
ডানেডিনে ব্যাটসম্যানদের দিকে তাকিয়ে মাশরাফি

ছবি: সংগৃহীত

ঢাকা: নিজেদের মাঠে ব্ল্যাক ক্যাপসদের হোয়াইটওয়াশ করলেও নিউজিল্যান্ডের মাটিতে কখনও জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। প্রতিবারই সাকিব-মাশরাফিদের ফিরতে হয়েছে শূন্য হাতে। আক্ষেপ ঘুচানোর লক্ষ্য নিয়ে এবার কিউই সফর শুরু করেছিল টাইগাররা। কিন্তু টানা দুই ম্যাচ হেরে এরইমধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খুইয়েছে লাল সবুজ জার্সিধারীরা। হোয়াইটওয়াশ এড়াতে বুধবার (২০ ফেব্রুয়ারি) ভোর ৪টায় ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে স্বাগতিক দলের মুখোমুখি হচ্ছে সফরকারি দল।  

লজ্জা এড়ানোর ম্যাচে মাঠে নামার আগেই দুঃশ্চিন্তা ভর করেছে বাংলাদেশ শিবিরে। চোটের কবলে পড়েছেন আগের দুই ম্যাচে দুর্দান্ত ব্যাট করা মোহাম্মাদ মিঠুন এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম। ফলে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে বাংলাদেশ একাদশ সাজাতে হিমসিম খাচ্ছে টিম ম্যানেজমেন্ট।

চোটাক্রান্ত মিঠুন ও মুশফিকের স্ক্যান করা হয়েছে। রিপোর্ট হাতে পাওয়া গেলে জানা যাবে তাদের প্রকৃত অবস্থা। একাদশ যেমনই হোক অধিনায়ক মাশরাফি বিন মুর্তাজার আশা ব্যাটসম্যানরা জ্বলে উঠলে জয় সহজ হবে বাংলাদেশের জন্য। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সকালে অনুশীলন শেষে মাশরাফি বলেন, ‘আশা করছি, কাল ভালো কিছু করতে পারব। আমাদের টপ অর্ডার ভালো ব্যাট করবে এবং মিডল অর্ডার শেষের দিকে নামতে পারবে।’

ডানেডিনে আগেও খেলেছে বাংলাদেশ। সেখানকার উইকেট সাধারনত ব্যাটিং সহায়ক হয়ে থাকে। এ প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ওখানকার উইকেট সম্পর্কে আমরা যতটা জানি ব্যাটিং নির্ভর উইকেট হয়। ওখানে আমরা টেস্ট ও ওয়ানডে খেলেছি, ভালো ব্যাটিংও করেছি। এখানে ইংল্যান্ডের বিপক্ষে ৩৩৬ রান তাড়া করে জিতেছে নিউজিল্যান্ড। আমরা খুব ভালো একটা ব্যাটিং উইকেট আশা করছি। আশা করি, এখানে আমরা ভালো করতে পারব।’

এক প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘বিশ্বকাপের দল ঘোষণার আগে হয়তো এটা শেষ ওয়ানডে। তবে খুব বেশি পরিবর্তনের কিছু নেই। এখন দলে যারা আছে সবাই অভিজ্ঞ। এখানে আমরা হয়তো খুব ভালো করতে পারিনি। কালকের ম্যাচটা জিতলে কিছুটা হয়তো আত্মবিশ্বাস ফিরে পাবো।’

মিঠুন-মুশফিকের চোট প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘রিপোর্ট হাতে পেলে নিশ্চিত জানা যাবে। দুইজনের স্ক্যান করা হয়েছে। তিনি আরও বলেন এখানে অ্যাপয়েনমেন্ট (ডাক্তারের) পাওয়াও একটু টাফ তাই একটু লেট হচ্ছে। দুজনের রিপোর্ট হাতে পাওয়ার পর জানা যাবে কে খেলবেন একাদশে। তবে তার আশা যে কোনো একজনকে পাবেন তিনি।’

নিউজিল্যান্ডের মাটিতে এ সিরিজে বাংলাদেশের একমাত্র সফল ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন। দুই ম্যাচে তার ব্যাট থেকে আসে দুটি অর্ধশতক। নেপিয়ারে প্রথম ম্যাচে ৬২ রান করার পর দ্বিতীয় ম্যাচে ক্রাইস্টচার্চে ৫৭ রান করে দলকে ভরাডুবির হাত থেকে বাঁচান। অন্যদিকে লাল-সবুজ জার্সিতে ২০০ ওয়ানডে খেলা মুশফিকুর রহিম বাংলাদেশের প্রধান ব্যাটিং স্তম্ভ। দুই ম্যাচে তার ব্যাট থেকে ২৯ রান আসলেও মুশফিকই ভরসা বাংলাদেশের। এ দুইজনকে ছাড়া অবশ্যই খেলতে চাইবেন না মাশরাফি। তবে ইনজুরি থাকলে মাশরাফি চাইলেও হবে না, দুজনকে ছাড়াই খেলতে হবে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!