• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ডারবান টেস্টে চাপে দক্ষিণ আফ্রিকা


ক্রীড়া ডেস্ক আগস্ট ২০, ২০১৬, ১০:২১ এএম
ডারবান টেস্টে চাপে দক্ষিণ আফ্রিকা

ডারবানে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে চাপের মধ্যেই রেখেছে সফরকারী নিউজিল্যান্ড। প্রথম টেস্টের প্রথম দিন আলোক স্বল্পতার কারণে আগেই খেলা শেষ হওয়ার পূর্বে প্রোটিয়ারা ৮ উইকেট হারিয়ে তুলেছে ২৩৬ রান।

আগে ব্যাট করতে নেমে প্রোটিয়া ওপেনার স্টেফেন কুক ২০ আর ডিন এলগার ১৯ রান করে বিদায় নেন। তিন নম্বরে নামা হাশিম আমলা ইনিংসের হাল ধরে করেন ব্যক্তিগত ৫৩ রান। চার নম্বরে নামা জেপি ডুমিনির ব্যাট থেকে আসে ১৪ রান।

এছাড়া, দলপতি ডু প্লেসিস ২৩, তেমবা বাভুমা ৪৬ আর কুইন্টন ডি কক ৩৩ রান করে বিদায় নেন। ভালো শুরুর পরও কোনো প্রোটিয়া ব্যাটসম্যান নিজেদের ইনিংস বড় করতে পারেননি। ভারনন ফিল্যান্ডার ৮ রানে বিদায় নেন। প্রথম দিন শেষে ১৪ রানে কেগিসো রাবাদা আর ২ রানে ডেল স্টেইন অপরাজিত থাকেন।

কিউইদের হয়ে তিনটি উইকেট তুলে নেন ওয়াগনার। আর দুটি করে উইকেট পান ট্রেন্ট বোল্ট এবং মিচেল স্যান্টনার।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!