• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডায়রিয়ায় বৃদ্ধের মৃত্যু, হাসপাতালে ৭০


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি অক্টোবর ৩১, ২০১৮, ১০:৪৫ পিএম
ডায়রিয়ায় বৃদ্ধের মৃত্যু, হাসপাতালে ৭০

চাঁপাইনবাবগঞ্জ: জেলার নাচোল উপজেলায় ডায়রিয়ার প্রকোপ মারাত্মভাবে ছড়িয়ে পড়েছে। গত ৩ দিনে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা ৭০ ছাড়িয়েছে। আর এরই মধ্যে হাসপাতাল ফেরত একজনের মৃত্যু হয়েছে।

ডায়রিয়ায় আক্রান্ত মৃত ব্যক্তি নাচোল পৌর এলাকার বাজারপাড়া মহল্লার মৃত আজাদ মোল্লার ছেলে নুরুল ইসলাম মধু (৫৫)।

ডায়রিয়ার প্রকোপ সম্পর্কে জানতে চাইলে চিকিৎসক সারোয়ার জাহান জানান, রোববার (২৮ অক্টোবর) সন্ধ্যা থেকে বুধবার (৩১ অক্টোবর) বিকেল পর্যন্ত ৩ দিনে চিকিৎসা নেয়া ডায়রিয়ায় আক্রান্ত ৭০ জন রোগী নাচোল হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের দেখে প্রাথমিকভাবে তারা পানিবাহিত ডায়রিয়ার আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে হাসপাতালে চিকিৎসাধীন ডায়রিয়ায় আক্রান্ত বাজারপাড়া নুরুল ইসলাম মধুর শারিরীক অবস্থার অবনতি হলে তাকে বুধবার (৩১ অক্টোবর) সকাল ৯টার দিকে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়ে ছেড়ে দেয়া হলে পরে দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয় বলে তার পরিবার নিশ্চিত করেছেন।

তবে ডায়রিয়ার কারণ চিহ্নিতকরণে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্যানিটারী কর্মকর্তা কোবাদ আলীর নেতৃত্বে একটি টিম মঙ্গলবার (৩০ অক্টোবর) নাচোলের ডায়রিয়া প্রবণ এলাকা পরিদর্শন করে খাবার পানির নমুনা সংগ্রহ করেছেন বলে জানা গেছে।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!