• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডিএসইতে সূচকের সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ


নিজস্ব প্রতিবেদক জুলাই ১৪, ২০২০, ০৩:৫২ পিএম
ডিএসইতে সূচকের সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ

ঢাকা : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। একইসঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ।

ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স  ৭ দশমিক ৩৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮২ পয়েন্টে। আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৮৮ কোটি টাকা। কমেছে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম।

দিনশেষে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও বেড়েছে মোট লেনদেনের পরিমাণ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ৪৩টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৪টির। দিন শেষে ডিএসইতে মোট লেনদেন দাঁড়িয়েছে ২৮৯ কোটি টাকার শেয়ার। যা আগের কার্যদিবসের তুলনায় ৮৮ কোটি টাকা কম।

এদিন ডিএসই ব্লু সিপ ইনডেক্স ডিএসই–৩০ সূচক ২ পয়েন্ট কমে এক হাজার ৩৭৪ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক মাত্র ১ পয়েন্ট  বেড়ে দাঁড়িয়েছে ৯৫২ পয়েন্টে।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মা শেয়ার। দ্বিতীয় স্থানে ছিল স্কয়ার ফার্মা। শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে ইন্দো-বাংলা ফার্মা।  লেনদেনে এরপর রয়েছে- পিটিএল, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, নাহী এল্যুমিনিয়াম,  খুলনা পাওয়ার, এমএল ডাইং, ওরিয়ন ফার্মা এবং বারাকা পাওয়ার।

মঙ্গলবার দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১ হাজার ৬০০ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ১৭ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৪ কোটি টাকা বেশি।

সিএসইতে ১৯০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ৩৪টির দর বেড়েছে, কমেছে ৬৮টির। আর ৮৮টির দর অপরিবর্তিত রয়েছে।

সোনালীনিউজ/এলএ/এএস

Wordbridge School
Link copied!