• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ডিপিই‍‍`র মহাপরিচালক করোনা আক্রান্ত


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৭, ২০২০, ০৮:৩৮ পিএম
ডিপিই‍‍`র মহাপরিচালক করোনা আক্রান্ত

ঢাকা: করোনায় আক্রান্ত হয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মো. ফসিউল্লাহ। বর্তমানে নিজ বাসায় তিনি চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন।

তিনি জানান, অধিদফতরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ করোনা পজিটিভ হয়ে বাসায় চিকিৎসাধীন রয়েছেন। আমরা তার আশু সুস্থতা কামনা করছি।

এদিকে প্রাথমিক শিক্ষা অধিদফতরের করোনা বিষয়ক সর্বশেষ তথ্যে জানা গেছে, এ পর্যন্ত প্রাথমিক শিক্ষা অধিদফতরের ৬৫৮ কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও শিক্ষার্থী আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন ১৬ জন। আক্রান্তদের মধ্যে শিক্ষক ৫০৪, কর্মকর্তা ৮৪, কর্মচারী ৪৮ এবং ২২ শিক্ষার্থী রয়েছেন।

তবে এ সংখ্যা আরও বেশি বলে দাবি করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নেতারা। তারা বলছেন, অনেকে সামাজিক কারণে করোনা উপসর্গ দেখা দিলেও চিকিৎসকের কাছে যাচ্ছেন না। তাই প্রকৃত সংখ্যা নির্ধারণ কঠিন হচ্ছে।

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!