• ঢাকা
  • বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ডিবির ওসি পরিচয়ে চাঁদাবাজি অভিযোগে আটক ১


নিজস্ব প্রতিবেদক মার্চ ১৯, ২০২০, ০৬:০৬ পিএম
ডিবির ওসি পরিচয়ে চাঁদাবাজি অভিযোগে আটক ১

ঢাকা : রাজধানীর তুরাগের বাউনিয়া বটতলা এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ের চাঁদাবাজির সময় এক প্রতারককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। এসময় তার কাছ থেকে বেশ কয়েকটি থানার মোবাইল নাম্বার সম্বলিত লিফলেট, কয়েকটি ফাইল ও ১৪ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে তুরাগের বাউনিয়ার বটতলা এলাকায় এই ঘটনাটি ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বাউনিয়া বটতলা এলাকার রাজীবদের বাড়ির দ্বিতীয় তলার এক ভাড়াটিয়ার নিকট মামুনুর রশিদ নামের এক ব্যক্তি ডিবির ওসি পরিচয় দিয়ে প্রবেশ করে। পরে ওই ভাড়াটিয়াকে ইয়াবার ব্যবসার অপবাদ দিয়ে ৬০ হাজার টাকা দাবি করে সে। কিন্তু কথাবার্তায় সন্দেহজনক মনে হলে পাশের ফ্ল্যাটের প্রতিবেশীকে ডাকেন ওই ভুক্তভোগী ভাড়াটিয়া। এসময় প্রতারক অবস্থা বেগতিক দেখে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রাতাকে আটক করে গণপিটুনি দিয়ে থানায় সোপর্দ করে।

এবিষয়ে তুরাগ থানার অফিসার ইনচার্জ নুরুল মোত্তাকিন জানান, এলাকাবাসী আটক করে এক প্রতারককে পুলিশে সোপর্দ করেছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!