• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ডেঙ্গুজ্বরে দুই জেলায় তিনজনের মৃত্যু


সোনালীনিউজ ডেস্ক আগস্ট ১৯, ২০১৯, ০১:০৬ পিএম
ডেঙ্গুজ্বরে দুই জেলায় তিনজনের মৃত্যু

ঢাকা : ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একজন ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দুইজন মারা গেছেন। রবিবার রাতে ও সোমবার সকালে তারা মারা যান। তিনজনের মৃত্যুর বিষয় হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।

খুলনা অফিস জানায়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মিজানুর রহমান (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৭টায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত মিজানুর পেশায় সবজি বিক্রেতা ছিলেন। খুমেক হাসপাতালের আবাসিক ফিজিসিয়ান (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস ডেঙ্গুরোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত ১৫ আগস্ট (বৃহস্পতিবার) মিজানুর রহমান খুমেকের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। মৃত মিজানুর রহমানের বাড়ি রূপসা উপজেলার খাঁজাডাঙ্গা গ্রামে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

খুলনার সিভিল সার্জন ডা.এস এম আব্দুর রাজ্জাক বলেন, খুলনায় সোমবার পর্যন্ত ৫৭৩জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এরমধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ৮৯ জন। তারমধ্যে ২০জন আজ সোমবার ভর্তি হয়েছে। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তিনি জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত খুলনায় একজন বৃদ্ধাসহ ৫ জনের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি জানান, ময়মনসিংহ মেডিকেল কলজে (মমেক) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাসেল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। রবিবার (১৮ আগস্ট) বিকেল ৬ টার দিকে মমেক হাসপাতালের ১৫ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ময়মনসিংহ মেডিকেল কলজে (মমেক) হাসপাতালের উপ-পরিচালক লক্ষ্মী নারায়ণ মজুমদার এই খবরের সত্যতা নিশ্চিত করে জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ওই যুবক দুপুরে হাসপাতালের ১৫ নং ওয়ার্ডে ভর্তি হয়েছিল। পরে একইদিন বিকেল ৬ টার দিকে তার মৃত্যু হয়।

এছাড়া সোমবার সকালে একই হাসপাতালে কেন্দুয়ার আনোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যক্তি মারা যান। তারা কয়েকদিন আগে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।

দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক লক্ষ্মী নারায়ণ মজুমদার।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!