• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঢাকা ছাড়লেন ৩২৭ জাপানি


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২, ২০২০, ১২:৫২ পিএম
ঢাকা ছাড়লেন ৩২৭ জাপানি

ঢাকা: করেনাভাইরাস মহামারির মধ্যে বাংলাদেশে অবস্থানরত ৩২৭ জন জাপানি নাগরিক ঢাকা ছেড়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টা ১৯ মিনিটে ঢাকা ছাড়ে তাঁদের বহনকারী বিমানটি।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ঢাকা থেকে নারিতা যাবে বিমানের ৭৭৭-৩০০ ইআর মডেলের উড়োজাহাজটি। বিজি ৪০০১ ফ্রাইটটি সকাল ১০টা ১৯ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়। এতে আসন সংখ্যা ৪১৯। 

এর আগে গত সোমবার (৩০ মার্চ) কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন ২৬৯ মার্কিন নাগরিক ও তাদের পোষা সাতটি কুকুর ছিল। এখন দ্বিতীয় আরেকটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশে ফেরানোর প্রস্তুতি শুরু হয়েছে। ‌আজ বৃহস্পতিবারের মধ্যে আগ্রহীদের ঢাকাস্থ মার্কিন দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছে।

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!