• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঢাকা ফার্মগেইট কুতুববাগ দরবার শরীফের মহাপবিত্র ওরশ


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৭, ২০১৬, ০৮:২৬ পিএম
ঢাকা ফার্মগেইট কুতুববাগ দরবার শরীফের মহাপবিত্র ওরশ

নিজস্ব প্রতিবেদক
প্রতি বছরের মত এবারও ২৮ ও ২৯ তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা ফার্মগেইট কুতুববাগ দরবার শরীফের মহাপবিত্র ওরশ ও বিশ্বজাকের ইজতেমা। এ উপলক্ষে ফার্মগেইট আনোয়ারা উদ্যানে পুরোদমে চলছে প্রস্তুতি। দুই দিনব্যাপী ওরশ ও বিশ্বজাকের ইজতেমার প্রস্তুতি হিসেবে আনোয়ারা উদ্যানসহ আশপাশের এলাকা সজ্জিত হচ্ছে নান্দনিকতায়। এদিকে সুন্দরভাবে ওজু ও বাথরুমের বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। অন্যদিকে মাহফিলে আগত মা বোনদের জন্য পর্দার সহিত আলাদা প্যান্ডেলের বিশেষ ব্যবস্থা থাকে।

ওরস উপলক্ষে দেশ-বিদেশের আশেকান-জাকেরান ভক্ত-মুরিদানের পদভারে মুখরিত থাকে পুরো এলাকা। ফলে ওরশ চলাকালীন সময় এখানে বিরাজ করে একটি ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশ ও সাজ সাজ রব।

আয়োজক কমিটির সাথে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার থেকে শুরু হয়ে শুক্রবার আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে ফার্মগেইট কুতুববাগ দরবার শরীফের মহাপবিত্র ওরশ ও বিশ্বজাকের ইজতেমা। জুম্মার নামাজের ইমামতি ও আখেরী মোনাজাত পরিচালনা করবেন আরেফে কামেল, মুর্শিদে মোকাম্মেল, মোজাদ্দেদে জামান শাহসূফী আলহাজ মাওলানা খাজাবাবা হযরত সৈয়দ জাকির শাহ্ নকশবন্দী মোজাদ্দেদী কুতুববাগী (মাঃ জিঃ আঃ)।

সোনালীনিউজ/ঢাকা

Wordbridge School
Link copied!