• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
টুঙ্গিপাড়া সফর

ঢাকা-মাওয়া সড়কে নেতা-কর্মীদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী


মুন্সীগঞ্জ প্রতিনিধি ডিসেম্বর ১২, ২০১৮, ১২:৩৬ পিএম
ঢাকা-মাওয়া সড়কে নেতা-কর্মীদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী

মুন্সীগঞ্জ: ভোটের প্রচারণার উদ্দেশ্যে বুধবার সকালে ঢাকা থেকে সড়ক পথে টুঙ্গিপাড়া রওনা হন প্রধানমন্ত্রীর গাড়ি বহর। সেখানে গিয়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন।

সকাল ৮ টা থেকে মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া মহা-সড়কের কুচিয়ামোড়া, নিমতলা, হাসাড়া, ছনবাড়ি, দোগাছি, মেদেনীমন্ডল, মাওয়া ও শিমুলিয়া এলাকায় আওয়ামী লীগ নেতা-কর্মীরা ব্যানার নিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে অপেক্ষা করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একনজর দেখার জন্য রাস্তার দু’পাশে সাধারণ জনগণ ভীর করেন।

সকাল সোয়া ৯টার দিকে সিরাজদিখানের নিমতলা এলাকা অতিক্রম করেন তাঁর গাড়ি বহর। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাত নেড়ে সকলকে শুভেচ্ছা জানান।

শ্রীনগরের ছনবাড়ি এলাকা অতিক্রম করেন সকাল সাড়ে ৯টার দিকে। এখানে মুন্সীগঞ্জ-১ আসনের মহাজোটের প্রার্থী মাহি বি. চৌধুরীসহ উপজেলা আওয়ামী লীগের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। সকাল পৌনে ১০ টার দিকে লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে পৌছাঁন, সেখানে মুন্সীগঞ্জ-২ আসনের আওয়ামীলীগ প্রার্থী সাগুপ্তা ইয়াসমিন এমিলি উপজেলার নেতাকর্মীদের নিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় প্রধানমন্ত্রী মন্ত্রী হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর ভিআইপি ফেরী ঘাটে রাখা ক্যামেলিয়া ফেরিতে চলে যান। সকাল ১০ টা ১০ মিনিটে শিমুলিয়া ঘাট থেকে কাঠাঁলবাড়ির উদ্দেশে ফেরিটি ছেরে যায়।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!