• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাকা মাতাতে আসছে ‘নাকাব’, প্রস্তুত শতাধিক হল


বিনোদন প্রতিবেদক সেপ্টেম্বর ২৬, ২০১৮, ০১:০৭ পিএম
ঢাকা মাতাতে আসছে ‘নাকাব’, প্রস্তুত শতাধিক হল

শাকিব খান

ঢাকা:  ভারতের পর এবার ঢাকা মাতাতে আসছে শাকিব খান অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘নাকাব’। ২১ স্টেপ্টেম্বর ‘নাকাব’ ঢাকায় মুক্তি পাওয়ার কথা ছিল। ছবিটিকে দুই বাংলায় একযোগে মুক্তি দিতে চেয়েছিলেন প্রযোজক।

কাগজপত্রের ঝামেলায় সেটা সম্ভব হয়নি। ২১ সেপ্টেম্বর পশ্চিমবাংলায় মুক্তি পেলেও বাংলাদেশের দর্শকেরা ছবিটি দেখার সুযোগ পাবে ২৮ সেপ্টেম্বর। দক্ষিণ এশিয় দেশগুলোর মুক্ত বাণিজ্য চুক্তির আওতায় দেশীয় দর্শকদের জন্য ছবিটি আমদানি করেছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

‘নাকাব’ মুক্তির জন্য সব ধরণের প্রস্তুতি নিয়ে রেখেছে জাজ মাল্টিমিডিয়া। হল মালিকদের সঙ্গে কথা এগিয়ে রেখেছে। তবে আসল কাজ যেটি সেই সেন্সর সার্টিফিকেট এখনো পায়নি ‘নাকাব’। জাজের সিইও আলিমুল্লাহ খোকন এই প্রতিবেদকের কাছে বলেছেন, ‘কালপরশুর মধ্যেই ছবিটি সেন্সর পাবে। আগামীকাল (২৬ সেপ্টেম্বর) পাওয়ার সম্ভাবনা বেশি। এরপরই ছবিটির মুক্তির ব্যাপারে আনুষ্ঠানিক ভাবে জানানো হবে।’

কতগুলো হলে মুক্তি পাবে ‘নাকাব’? আলিমুল্লাহ খোকন বললেন, ‘অনেক হল মালিকের সঙ্গে কথা হয়েছে। কিন্তু সেন্সর সার্টিফিকেটের জন্য আমরা অপেক্ষা করছি। গেল ঈদে কোন হলই ভালো ব্যবসা করতে পারেনি। ফলে সবাই নাকাব দেখাতে চাচ্ছে। আমরা ধরে নিচ্ছি একশরও বেশি হলে ছবি যাবে। তবে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। সেন্সরের পর এ ব্যাপারে সঠিক তথ্য জানা যাবে।’

সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!