• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঢাকার যেসব এলাকায় লাফিয়ে বাড়ছে করোনা রোগী


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৩০, ২০২০, ১০:১৫ পিএম
ঢাকার যেসব এলাকায় লাফিয়ে বাড়ছে করোনা রোগী

ঢাকা: ঢাকা মহানগরীতে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এ মহানগরীর প্রায় সব এলাকায় আক্রান্ত এ ভাইরাসে। শুরুর দিকে মিরপুরের টোলারবাগ ও বাসাবো এলাকায় আক্রান্ত বেশি থাকলেও এখন রাজারাবাগ ও কাকরাইলে এ সংখ্যা বেশি।

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৮টা পর‌্যন্ত দেওয়া প্রতিবেদনে রাজারবাগে আক্রান্তের সংখ্যা ১৩৮ ও কাকরাইলে ১৩৫ জন। এরপরে তৃতীয় স্থানে রয়েছে যাত্রাবাড়ী। যেখানে এ সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৯১-এ।

এরপর যথাক্রমে মোহাম্মদপুর ৬৮, মহাখালী ৬৪, মুগদা ৬২, উত্তরা ৫৯, বংশাল ৫৪, তেজগাঁও ৫০, শাহবাগ ৫০, মালিবাগ ৪৯,গেন্ডারিয়া ৪২, ওয়ারি ৪১, বাড্ডা ৪০, মগবাজার ৪০, মিটফোর্ডে ৩৮, মিরপুর ১৪ নম্বরে ৩৭, ধানমণ্ডিতে ৩৭, হাজারীবাগ ৩৬,বাসাবো ৩৩, চকবাজার ৩২, চানখারপুল ৩১, খিলগাঁও ৩১, মিরপুর এক নম্বর ৩১, মিরপুর ১১ নম্বর ৩১ এবং স্বামীবাগে ৩১ জন আক্রান্ত হয়েছেন।
 
বৃহস্পতিবার দুপুরে করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৮ জনে। আর নতুন করে শনাক্ত হয়েছেন ৫৬৪ জন। মোট আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৬৬৭ জন।

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!