• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঢাকার শক্তি বাড়াতে যোগ দিচ্ছেন পাকিস্তানের শাদাব খান


ক্রীড়া প্রতিবেদক ডিসেম্বর ৯, ২০১৯, ০৯:৪০ পিএম
ঢাকার শক্তি বাড়াতে যোগ দিচ্ছেন পাকিস্তানের শাদাব খান

ঢাকা : দল গড়তে সম্ভাব্য সেরা স্কোয়াডই করেছে ঢাকা প্লাটুন। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নেতৃত্ব দেবেন ঢাকাকে।

আছেন তামিম ইকবালও। বিদেশিদের মধ্যে বড় দুই নাম শহীদ আফ্রিদি ও থিসারা পেরেরা। এবার তাদের সঙ্গে যোগ দিচ্ছেন লেগ স্পিনার শাদাব খান। পাকিস্তানের হয়ে পাঁচটি টেস্ট, ৪৩টি ওয়ানডে ও ৩৮টি টি-টোয়েন্টি খেলেছেন। সবমিলিয়ে টি-টোয়েন্টি খেলেছেন ১০২টি।

বিগ ব্যাশ লিগ, সিপিএল, পিএসএলে খেলার অভিজ্ঞতা সম্পন্ন শাদাব খান এবার খেলবেন বঙ্গবন্ধু বিপিএলে। ১০২ টি স্বীকৃত টি-টোয়েন্টি খেলে  উইকেট নিয়েছেন ১২৩ টি। ওভারপ্রতি রান দিয়েছেন ৬.৮০, বোলিং গড় ২০.৬৫। সেরা বোলিং ফিগার ১৪ রান খরচে ৪ উইকেট।

ঢাকা প্লাটুনে কোচ হিসাবে থাকছেন মোহাম্মদ সালাউদ্দিন। সৈয়দ রাসেলকে বোলিং কোচ হিসাবে নিয়োগ দিয়েছে দলটি। দলটির পৃষ্ঠপোষোক হিসাবে আছে যমুনা ব্যাংক।

ঢাকা প্লাটুন

দেশি: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, হাসান মাহমুদ, মেহেদী হাসান, আরিফুল হক, মুমিনুল হক, শুভাগত হোম, মাশরাফি বিন মর্তুজা, রকিবুল হাসান, জাকের আলি অনিক।

বিদেশি: থিসারা পেরেরা, লরি ইভান্স, ওয়াহাব রিয়াজ, আসিফ আলি, লুইস রিস, শহীদ আফ্রিদি, শাদাব খান।

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!