• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঢাকার সবচেয়ে বেশি আক্রান্ত যে ৪০ এলাকা


সোনালীনিউজ ডেস্ক জুন ১৮, ২০২০, ০৬:১৩ পিএম
ঢাকার সবচেয়ে বেশি আক্রান্ত যে ৪০ এলাকা

ঢাকা: দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ অতিক্রম করেছে। আর এতে এখন সবচেয়ে এগিয়ে আছে রাজধানী ঢাকা। আইইডিসিআর এর হিসেব বলছে, (১৬ জুন, দুপুর ৩ টা পর্যন্ত) ঢাকা মহানগরীতে আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৫০৪ জন।

এ অবস্থায় ঢাকার উত্তর ও দক্ষিণ সিটির বেশ কিছু এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করে লকডাউনের প্রস্তুতি চলছে।

আইইডিসিআর বলছে, রাজধানীতে ২০০ এর উপর করোনা রোগী আছে ১৭টি এলাকায়। আর ১০০’র বেশি কিন্তু ২০০’র কম আক্রান্তের এলাকাও ১৭টি।

আইইডিসিআর এর সর্বশেষ তথ্য অনুযায়ী (১৬ জুন, দুপুর ৩ টা পর্যন্ত) এখানে এক নজরে দেখে নিন রাজধানীর সবচেয়ে বেশি আক্রান্ত ৪০ টি এলাকা-

মিরপুর- ১৬০৮

উত্তরা- ৬৭৬

মোহাম্মদপুর- ৫৯২

মহাখালী- ৫২২

মুগদা- ৫০১

যাত্রাবাড়ী- ৪৮৪

ধানমণ্ডি- ৪৬৯

মগবাজার- ৩৩৩

তেজগাঁও- ৩১৫

কাকরাইল- ৩০৪

রামপুরা- ২৯৬

খিলগাঁও- ২৯৩

লালবাগ- ২৭০

বাড্ডা- ২৬৪

গুলশান- ২৩৮

রাজারবাগ- ২৩০

মালিবাগ- ২০৮

বাসাবো- ১৮৬

গেন্ডারিয়া- ১৭৩

বাবুবাজার- ১৬২


ওয়ারি- ১৫৪

আগারগাঁও- ১৪০

বংশাল- ১৩৭

শ্যামলি- ১৩৫

বসুন্ধরা- ১২৯

শাহবাগ- ১২৯

ডেমরা- ১১৮

আজিমপুর- ১১৬

আদাবর- ১১৫

হাজারিবাগ- ১১৫

বনানি- ১১৩

বনশ্রী- ১১১

রমনা- ১০৫

শান্তিনগর- ১০৫

পল্টন- ৯৯

কলাবাগান- ৯৭

কল্যাণপুর- ৯৩

শের-ই-বাংলা নগর- ৯৩

চক বাজার- ৯১

ইস্কাটন- ৮৯ 

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!