• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঢাকায় কারণ ছাড়া ঘরের বাইরে গেলেই জরিমানা


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৬, ২০২০, ০৯:০৩ পিএম
ঢাকায় কারণ ছাড়া ঘরের বাইরে গেলেই জরিমানা

ঢাকা : দেশে করোনাভাইরাস পরিস্থিতিতে ঢাকায় যারা অযথা বাইরে ঘোরাফেরা করছে তাদের জরিমানা করতে শুরু করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৬ এপ্রিল) র‍্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বিশেষ ভ্রাম্যমাণ আদালত প্রতিদিন চলবে। যারা জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবেন তাদের অর্থদণ্ডের পাশাপাশি কারাদণ্ড দেওয়া হতে পারে।

ঢাকায় র‍্যাব-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম আজ অভিযান চালিয়ে এ রকম ২৫ জনকে ৮৯,৫০০ টাকা জরিমানা করেছেন। বাড়ি থেকে বের হওয়ার ব্যাপারে সদুত্তর দিতে না পারায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।

এ ছাড়া, মিরপুর এলাকায় র‍্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালত অযথা বাইরে বের হওয়া সাতজনকে জরিমানা করছে।

সরকার ঘোষিত সাধারণ ছুটিতে কেউ যেন বিনা কারণে বাইরে ঘোরাঘুরি না করে তা নিয়ে সরকারের থেকে বারবার বলা হলেও অনেকেই রাস্তায় নামছেন অযথা ঘোরাঘুরি করছেন। এই পরিস্থিতিতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কঠোর হওয়ার ঘোষণা এসেছে সেনাবাহিনীর দিক থেকেও।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!