• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঢাকায় প্রতিঘণ্টায় ৯ জন ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন


নিজস্ব প্রতিবেদক জুলাই ২১, ২০১৯, ১২:০৮ পিএম
ঢাকায় প্রতিঘণ্টায় ৯ জন ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন

রাজধানী ঢাকায় প্রতিঘণ্টায় ডেঙ্গু ৯ জন মানুষ আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 

রোববার (২১) সকালে এমন তথ্য দেয় সরকারি দফতরটি। 

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে,  ডেঙ্গু আক্রাকন্ত একজন আজ ঢামেকে মারা গেছেন। এনিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্য বেড়ে ৪জন হয়েছে।  এখনও ঢাকা মেডিকেলে ভর্তি আছেন ৩৩৪ জন।

এ বিষয়ে কথা হয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (হেলথ ইমার্জেন্সি সেন্টার) ডা. আয়েশা আক্তারের সঙ্গে। তিনি বলেন, ‘এ রকম অনেক হাসপাতালেই ডেঙ্গু রোগীদের আলাদা ওয়ার্ড নেই। যেসব হাসপাতালে আলাদা ওয়ার্ড আছে সেগুলোতে আলাদা করে রাখা হচ্ছে।’

ঢাকা মেডিকেলের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রোবেদ আমিন বলেন, ‘আপনারা জানেন, জুন-জুলাই মাসে এডিস মশার বিস্তার ঘটে। এই মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়। প্রতিবছরই ডেঙ্গু রোগী আসে। তবে অন্য বছরের তুলনায় এবার ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি।’

বিভিন্ন জেলা থেকে প্রতিদিন অসংখ্য রোগী হাসপাতালে আসেছে উল্লেখ করে তিনি বলেন, ‘বেডের তুলনায় রোগীর সংখ্যা অনেক বেশি। সেজন্য অনেকেই ফ্লোরে থাকে। এবার ডেঙ্গু রোগীও অনেক বেশি।’

ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, ‘গত বছরের তুলনায় এবার সারা দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা অনেক বেশি। সারা দেশ থেকেই রোগীরা ঢাকা মেডিকেলে ভর্তি হচ্ছে। যাদের ছেড়ে দেওয়ার দরকার তাদের ছেড়ে দিচ্ছে। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা অনেক বেশি।’

অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, ‘রোগটা যেহেতু মশাবাহিত। সেজন্য এই মশা আক্রান্ত রোগীকে মশারি ব্যবহারের কথা বলা হয়েছে। আলাদা করে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়ার সুযোগ নেই। তবে তাদের চিকিৎসার কমতি হচ্ছে না।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. নাসির উদ্দিন বলেন, ‘বর্তমান সময়ে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে গেছে। প্রতিদিন গড়ে ১০ থেকে ১৫ জন রোগী ভর্তি হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ অনুযায়ী প্রতিদিন রোগীর সংখ্যা হিসাব করে রাখা হচ্ছে।’

বিশেষজ্ঞরা বলছেন, এডিশ মশা কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে না পারায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রাজধানীতে চার লাখ বাড়ি ডেঙ্গু ঝুঁকিতে রয়েছে। ডেঙ্গু আতঙ্কে আদালতের শরণাপন্ন হয়েছেন একজন আইনজীবী। ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনজীবী তানজিম আল ইসলাম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর নোটিশ পাঠিয়েছেন। 

বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ এ.বি.এম. আব্দুল্লাহ মনে করেন, সমন্বিত পদক্ষেপ ছাড়া এই রোগের বিস্তার রোধ করা অসম্ভব।

উল্লেখ্য যে, ১৯৬৪ সালে প্রথম ঢাকায় ডেঙ্গু রোগ ধরা পড়ে। এরপর থেকে এটা বেড়েই চলেছে।

সোনালীনিউজ/এএস
 

Wordbridge School
Link copied!