• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঢাবি শিক্ষার্থীকে ধর্ষণকারী মজনু ‘সিরিয়াল রেপিস্ট’ : র‌্যাব


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৮, ২০২০, ০২:৪১ পিএম
ঢাবি শিক্ষার্থীকে ধর্ষণকারী মজনু ‘সিরিয়াল রেপিস্ট’ : র‌্যাব

গ্রেফতার ধর্ষক মজনু

ঢাকা : রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তির নাম মজনু (২৮), পেশার হকার।

বুধবার (৮ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে কাওরান বাজারের র‌্যাব মিডিয়া সেন্টারের এক সংবাদ সম্মেলনে এই সব তথ্য জানান র‌্যাবের মিডিয়া শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম। সেখানে অভিযুক্তকেও হাজির করা হয়।

কুর্মিটোলায় ধর্ষণের ঘটনাস্থল থেকে সোমবার (৬ জানুয়ারি) দুপুরে আলামত সংগ্রহ করে সিআইডি।

ওই ছাত্রীর কাছ থেকে ধর্ষকের বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়। পরে তিনি ধর্ষণকারীকে শনাক্ত করেন। মজনু নিজেও অপরাধ স্বীকার করেছে বলে জানায় র‌্যাব।

গ্রেপ্তার যুবকের কাছ থেকে ছাত্রীর মোবাইল ফোন উদ্ধার করেছে র‌্যাব।

মজনুর বাড়ি নোয়াখালী, পেশায় ফুটপাথের হকার। ওই এলাকায় হকারি করার পর রাতে আশপাশেই থাকে। ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত।

স্বীকারোক্তিতে মজনু জানায়, ধর্ষণের পর ওই ছাত্রীকে হত্যার সিদ্ধান্ত নেয়। তবে পরে বিরত থাকে।

তাকে ‘মাদকাসক্ত’ ও ‘নিরক্ষর’ বলে উল্লেখ করে র‌্যাবের কর্মকর্তারা।

মঙ্গলবার সকালে গাজীপুর থেকে এই ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করার কথা গভীর রাতে জানায় র‌্যাব।

রবিবার সন্ধ্যায় কুর্মিটোলায় বাসস্ট্যান্ড এলাকায় বাস থেকে নেমে ধর্ষণের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী।

সে দিন বিকেল সাড়ে ৫টার দিকে খিলক্ষেত থানা এলাকার শেওড়া যাওয়ার উদ্দেশে ঢাবির একটি বাসে ওঠেন তিনি।

সন্ধ্যা ৭টার দিকে কুর্মিটোলায় বাস থেকে নামার পর অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তার মুখ চেপে ধরে পাশের একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে অজ্ঞান করে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করা হয়। পরে রাত ১০টার দিকে জ্ঞান ফিরলে সিএনজিচালিত অটোরিকশাতে চড়ে ক্যাম্পাসে ফেরেন। পরে রাত ১২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করান সহপাঠীরা।

এই ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন নির্যাতিত ছাত্রীর বাবা।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!