• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘তফসিল ঘোষণার আগে সংসদ ভেঙ্গে দেয়ার দাবি’


বরিশাল ব্যুরো নভেম্বর ৬, ২০১৮, ০৮:২৮ পিএম
‘তফসিল ঘোষণার আগে সংসদ ভেঙ্গে দেয়ার দাবি’

ছবি: সোনালীনিউজ

বরিশাল : তফসিল ঘোষণার পূর্বে সংসদ ভেঙ্গে দেয়ার দাবি জানিয়েছেন চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। তিনি বলেন, সরকারি ও বিরোধীদলের নেতারা একে অপরের বিরুদ্ধে বিশোদগারে ব্যস্ত। যার প্রকৃত কারণ নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি মেনে না নেয়া।

আমরা মনে করি, লোক দেখানো সংলাপ দিয়ে জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটবে না। বরং তফসিল ঘোষণার পূর্বেই সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে। মঙ্গলবার (৬ নভেম্বর) বিকেলে ইসলামী যুব আন্দোলন বরিশাল মহানগর আয়োজিত নগর যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের নগর আহবায়ক মাওলানা নাসির উদ্দিন নাইস এর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্র্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ও চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের, মহানগর প্রধান উপদেষ্টা মাওলানা সৈয়দ নাছির আহমাদ কাওছার, সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী প্রিন্সিপ্যাল হাফেজ মাওলানা ওবায়দুর রহমান মাহবুব।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারী জেনারেল মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সেক্রেটারী মাওলানা জাকারিয়া হামিদী, জেলা সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ও বরিশাল মহানগর সভাপতি কে এম শরীয়াতুল্লাহ প্রমুখ।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!