• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

তাইজুলকে নিয়ে কেন মাতামাতি হয় না?


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ১৭, ২০১৮, ০৯:৫০ পিএম
তাইজুলকে নিয়ে কেন মাতামাতি হয় না?

ছবি: সংগৃহীত

ঢাকা: সাকিব আল হাসানের অনুপস্থিতিতে জিম্বাবুয়েকে একাই ধসিয়ে দেওয়ার কাজটা করেছেন। দুই টেস্টের সিরিজে তুলে নিয়েছেন ১৮টি উইকেট। হয়েছেন ম্যান অব দ্য সিরিজ। যতটা আলোচনা হওয়ার কথা ছিল, তাইজুল ইসলামকে নিয়ে তা হলো কোথায়?

অনেকে তো একটা-দুটো উইকেট পেলেই সাপের মতো ফনা তুলে উদযাপন করে সাড়া ফেলে দেন। আর তাইজুল টানা তিন ইনিংসে ৫ উইকেট তুলে নেওয়ার পরও ভাবলেশহীন। নিজের কাজটা ঠিকঠাক করতে পেরেই যেন তিনি খুশি। নামডাক নিয়ে খুব একটা ভাবেন না নাটোরের অফ স্পিনার, ‘আমি যে ফরম্যাটে খেলি সেখানেই আমাকে মনোযোগী হতে হবে। খারাপ খেললে আমার গায়েই লাগবে।’

সিলেট টেস্টে পেয়েছিলেন ১১ উইকেট। ঢাকা টেস্টে ৭টি। আরেকটি উইকেট নিতে পারলেই বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেটের কীর্তি (১৯টি, মিরাজের অভিষেক সিরিজে) ছোঁয়া হতো তাইজুলের। তবে অভিষেকের পর থেকে বাংলাদেশে হয়ে সবচেয়ে বেশি উইকেট তারই। এই সময়ে তাইজুল ৮৫টি, সাকিব ৭৪ এবং মিরাজ ৬৯ উইকেট পেয়েছেন।

সাকিব না থাকায় জিম্বাবুয়ে সিরিজে সবচেয়ে বেশি বল করতে হয়েছে তাইজুলকে। ঢাকা টেস্টের শেষ ইনিংসে মিরাজ পাঁচ উইকেট নিতে বল করেছেন ১৮.১ ওভার। সেখানে তাইজুল একাই করেছেন ৩৭ ওভার। প্রথম ইনিংসে তাইজুল করেছিলেন ৪০.১ ওভার। মোস্তাফিজ দ্বিতীয় সর্বোচ্চ ২১ ওভার! সাকিব না থাকলে হয়তো তাইজুলই হতেন দলের সেরা টেস্ট স্পিনার। এ নিয়ে তাঁর মন্তব্য, ‘এসব নিয়ে ভাবি না। সাকিব ভাই এই সিরিজে না থাকায় আমার ওপর হয়তো দায়িত্ব বেশি ছিল। আমি সেই দায়িত্ব উপভোগ করেছি।’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!