• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তাবিথের ওপর হামলা তদন্তের নির্দেশ ইসির


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২১, ২০২০, ০৮:৪৯ পিএম
তাবিথের ওপর হামলা তদন্তের নির্দেশ ইসির

ঢাকা: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে গণসংযোগকালে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের ওপর হামলার অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর গাবতলীতে গণসংযোগকালে তাবিথ আউয়ালের ওপর হামলা করা হয়। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকালে আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ইসির সিনিয়র সচিব মো. আলমগীর।

তিনি বলেন, প্রচারে হামলার বিষয়ে কমিশনের কাছে বিএনপি অভিযোগ করেছে। কমিশন বিষয়টি শুনেছে এবং তদন্ত করে রিপোর্ট দেয়ার জন্য রিটার্নিং কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে।

এ দিকে, বিএনপি মেয়র প্রার্থী তাবিথ আউয়াল অভিযোগ করেছেন, বেলা পৌনে ১২টার দিকে গাবতলীর পর্বতার কলাবাজার এলাকায় কর্মী-সমর্থকদের নিয়ে গণসংযোগে নামলে পুলিশের উপস্থিতিতে তার ওপর হামলা হয়।

এ ঘটনায় ঢাকা উত্তরের ৯ নাম্বার ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী ঠেলাগাড়ি প্রতীকের মুজিব সারোয়ার মাসুম ও তার কর্মী-সমর্থকদের দায়ী করেছেন তিনি।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসির সিনিয়র সচিব মো. আলমগীর জানান, জাতীয় সংসদের শূন্য আসনে ভোটগ্রহণের তারিখ ২৮ জানুয়ারি নির্ধারণ করা হবে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!