• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তামিম-ইমরুলের ব্যাট হাসল না


ক্রীড়া প্রতিবেদক ডিসেম্বর ৯, ২০১৮, ০৬:২৪ পিএম
তামিম-ইমরুলের ব্যাট হাসল না

ছবি: সংগৃহীত

ঢাকা: চোট থেকে ফিরেই প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল। কিন্তু আসল লড়াইয়ে জ্বলে উঠতে পারলেন না দেশসেরা এই ওপেনার। প্রস্তুতি ম্যাচে ২৭ রান করলেও, আজ মাত্র ৪ রান করে বিদায় নিলেন ইমরুল কায়েসও। ফলে ওয়েস্ট ইন্ডিজের ছুঁরে দেয়া ১৯৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভাল হলো না স্বাগতিক দলের।  

এদিন সতর্কতার সঙ্গেই শুরু করেছিলেন বাংলাদেশ দলের দুই ও পেনার দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন কুমার দাস। বিনা উইকেটে স্কোর বোর্ডে জমা করেছিলেন ৩৬ রান। কিন্তু অস্টম ওভারের শেষ বলে রোস্টন চেজের বলে দেবেন্দ্র বিশুর তালুবন্দি হয়ে ফিরে যান তামিম। পরের ওভারে থমাসের শিকার হয়ে সাজঘরে ফেরেন ইমরুল কায়েস।  

৪২ রানে দুই উইকেট হারানোর পর লিটন দাসের সঙ্গে জুটি বেঁধেছেন অভিজ্ঞ মুশফিকুর রহীম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেট হারিয়ে ৫৭ রান করেছে বাংলাদেশ। লিটন ২২ এবং মুশফিক ৭ রান নিয়ে অপরাজিত আছেন।  

রোববার (৯ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিং-এ শুরু থেকেই কোনঠাসা ছিলো ক্যারিবীয়রা। তাই ২শ’ রানের কোটাও স্পর্শ করতে পারেনি তারা। ৯ উইকেটে ১৯৫ রান করেছে সফরকারীরা।  

দলের পক্ষে শাই হোপ ৪৩, কেমো পল ৩৬, রোস্টন চেজ ৩২, মারলন স্যামুয়েলস ২৫, ড্যারেন ব্রাভো ১৯, অধিনায়ক রোভম্যান পাওয়েল ১৪, কাইরেন পাওয়েল ১০, শিমরোন হেটমায়ার ৬, কেমার রোচ অপরাজিত ৫ ও দেবেন্দ্র বিশু-ওশানে টমাস শুন্য রানে আউট হন।

বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ১০ ওভারে ৩০ রানে ৩ উইকেট নেন। মুস্তাফিজুর রহমানও ৩ উইকেট নিয়েছেন। এছাড়া ১টি করে উইকেট নেন মেহেদি হাসান মিরাজ-সাকিব আল হাসান-রুবেল হোসেন।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!