• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

তামিমদের বিপক্ষে জিততে সাকিবদের চাই ১৫৪ রান


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ২২, ২০১৯, ০৯:২৩ পিএম
তামিমদের বিপক্ষে জিততে সাকিবদের চাই ১৫৪ রান

ছবি: সংগৃহীত

ঢাকা: পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ঢাকা ডায়নামাইটসকে জয়ের জন্য ১৫৪ রানের চ্যালেঞ্জ জানিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করেছে চতুর্থ আসরের ইমরুল কায়েসের নেতৃত্বাধীন কুমিল্লা।  

মঙ্গলবার (২২ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের ২৬তম ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকা ডায়নামাইটস অধিনায়ক সাকিব আল হাসান। সিদ্ধান্ত সঠিক প্রমাণ করে ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলেই উইকেট তুলে নেয় ঢাকা। আন্দ্রে রাসেলের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে শুভাগত হোমের হাতে বন্দি হন ওপেনার এনামুল হক বিজয়।

শুরুর ধাক্কা সামলাতে পারেননি অধিনায়ক ইমরুল কায়েস। রুবেল হোসেনের বলে বোল্ড হওয়ার আগে ৯ বলে মাত্র ৭ রান করে ফেরেন জাতীয় দলের এই ওপেনার। দলীয় ২৭ রানে বিজয়-ইমরুলের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়া দলকে খেলায় ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করেন ওপেনার তামিম ইকবাল। ২৯ বলে দুই ছক্কা ও এক চারের সাহায্যে ৩৪ রান করতেই বন্ধু সাকিবের বলে বিভ্রান্ত হন তামিম।

দেশিয় ক্রিকেটারদের মধ্যে তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের মধ্যে বোঝাপড়া অনেক ভালো। তারা দুজন ভালো বন্ধু। বিপিএলের ২৬তম ম্যাচে বন্ধু তামিম ইকবালের উইকেট শিকার করে বোলারদের তালিকায় শীর্ষে উঠে যান সাকিব। সাকিবের বলে বাউন্ডারিতে ক্যাচ তুলে দেন তামিম। ক্যাচটি তিনবারে প্রচেষ্টায় তালুবন্দি করেন রনি তালুকদার।

এরপর শহীদ আফ্রিদি ও শামসুর রহমান শুভর উইকেট তুলে নেন সাকিব। তামিম-আফ্রিদি ও শামসুরের উইকেট শিকারের আগে চলতি বিপিএলে ১৪ উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন সিলেট সিক্সার্সের তারকা পেসার তাসকিন আহমেদ ও ঢাকা ডায়নামাইটসের সাকিব আল হাসান। সাত ম্যাচে ১৪ উইকেট শিকার করেন তাসকিন।

সাকিবের ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে ১৪.৪ ওভারে ১১২ রানে ৫ উইকেট হারায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৮ বলে ১৬ রান করে ফেরেন আফ্রিদি। সাকিবের তৃতীয় শিকারে পরিণত হওয়ার আগে ৩৫ বলে তিন চার ও এক ছক্কায় ৪৮ রান করেন শুভ। ইনিংসের শেষ দিকে ১২ বলে ৩ ছক্কার সাহায্যে ২৬ রান করে রান আউট হন থিসেরা পেরেরা। শেষ বলে আউট হওয়ার আগে স্কোর বোর্ডে ৫টি রান যোগ করে জিয়াউর। তাতে ১৫৩ রানের পুঁজি পায় কুমিল্লা।

উভয় দলের জন্যই এটি অস্টম ম্যাচ। এই ম্যাচে মাঠে নামার আগে ৭ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ঢাকা ডায়নামাইটস। এই ম্যাচে জিতে শীর্ষস্থান অক্ষুণ্ণ রাখতে চায় সাকিবের দল। অন্যদিকে এই ম্যাচে জয়ের মধ্য দিয়ে ১০ পয়েন্ট নিয়ে ঢাকা, চিটাগংয়ের সঙ্গে পাল্লা দিতে চায় ইমরুল কায়েসের নেতৃত্বাধীন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সাত ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ পর্যায়ে রয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!