• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তামিমের পর আল-আমিনের টর্নেডো সেঞ্চুরি


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৯, ২০২০, ০৩:৩২ পিএম
তামিমের পর আল-আমিনের টর্নেডো সেঞ্চুরি

এনামুল বিজয়ের ডানে আল-আমিন জুনিয়র

ঢাকা : জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের হয়ে তানজিদ হাসান তামিম ও আল-আমিন জুনিয়র সেঞ্চুরি করেছেন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ব্যাট করতে নেমে ৬৯ রানে ৫ উইকেট হারায় আকবর আলী-ইমনরা। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৩নং মাঠে গতকাল জিম্বাবুয়ে ৭ উইকেট হারিয়ে ২৯১ রান তুলে প্রথম দিন শেষ করেছিল। আজ আর তারা ব্যাট করতে নামেনি। ইনিংস ঘোষণা করে বিসিবি একাদশকে ব্যাট করতে পাঠায়।

এদিন সকালে আকবর-ইমনরা ব্যাট করতে নেমে ৬৯ রানেই হারিয়ে বসে ৫ উইকেট হারিয়ে বসে। সেখান থেকে দলের হাল ধরেন আল-আমিন জুনিয়র ও তানজিদ হাসান তামিম। তারা দুজন ২১৯ রানের জুটি গড়েন। দুজনেই তুলে নেন সেঞ্চুরি (তামিম ১২৫*, আল-আমিন ১০০*)। তাদের জোড়া সেঞ্চুরিতে ভর করে ৫ উইকেট হারিয়ে ২৮৮ রান তোলার পর ড্র মেনে নেয় উভয় দল।

বল হাতে জিম্বাবুয়ের আইন্সলে এনডোলভু ২টি উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর :

জিম্বাবুয়ে : ২৯১/৭ ডিক্লে.

বিসিবি একাদশ : ২৮৮/৫ (৫৯.৩ ওভারে)

ফল : ড্র।

অপরাজিত : আল-আমিন জুনিয়র ১০০* ও তানজিদ হাসান তামিম ১২৫*। বাংলাদেশর হয়ে নাঈম শেখ (১১), মাহমুদুল হাসান জয় (১), শাহাদাত হোসেন দীপু (২), পারভেজ হোসেন ইমন (৩৪) ও আকর আলী (১)।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!