• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘তারকা ফুটবলার না থাকলে মাঠে দর্শক আসবে না’


ক্রীড়া প্রতিবেদক ফেব্রুয়ারি ১৮, ২০১৯, ০৯:৫৫ পিএম
‘তারকা ফুটবলার না থাকলে মাঠে দর্শক আসবে না’

ছবি ফেসবুক থেকে নেওয়া

ঢাকা: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক ছিলেন। অবসরের আগ পর্যন্ত খেলেছেন ঢাকা আবাহনীর হয়ে। দশম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে পেয়েছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রীর দায়িত্ব। তবে একাদশ সংসদ নির্বচনে দলের মনোনয়ন পাননি। ফলে এমপি, মন্ত্রী হওয়ার প্রশ্ন নেই। তাই আপাতত ফুটবল নিয়ে সময় কাটাতে চান আরিফ খান জয়।  

কারণ মাঠ তার কাছে অতি প্রিয়। উপমন্ত্রীর দায়িত্বে থেকেও মাঝে মাঝে মাঠে বসে খেলা দেখেছেন। এখন হাতে অনেক সময়। তাই সোমবার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ প্রিমিয়ার লিগে চট্টগ্রাম আবাহনী বনাম মোহামেডানের মধ্যেকার ম্যাচ থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হাজির হয়েছিলেন সদ্য সাবেক হওয়া যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।  

স্টেডিয়ামে ঢুকে প্রেসবক্সের সামনের গ্যালারিতে বসে খেলা দেখছিলেন জয়। পরে ক্রীড়া সাংবাদিকরা সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রীকে প্রেসবক্সে বসার জন্য আমন্ত্রন জানালে, সেখানে গিয়েই খেলা দেখেন জয়। এসময় তিনি বললেন, ‘এখন থেকে আমাকে ফুটবলের কর্মকান্ডে দেখবেন।’

স্টেডিয়ামের গ্যালারি দর্শকশূন্য দেখে আফসোস ঝড়ে পড়ল সাবেক এই মন্ত্রীর কণ্ঠে। এ জন্য মান সম্পন্ন খেলোয়াড়ের অভাব উল্লেখ করে আরিফ খান জয় বলেন, ‘শিল্পী ব্যতীত কোনো শিল্প টিকে থাকতে পারে না। মাঠে তারকা ফুটবলার না থাকলে দর্শক আসবে না।’

এছাড়া এক সময়ের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের বর্তমান অবস্থার জন্য আক্ষেপ ঝড়ল আরিফ খান জয়ের কণ্ঠে। মোহামেডান কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ক্লাবটির পরিচালনা পর্ষদকে আরো ভালোভাবে অনুধাবন করতে হবে যে মোহামেডানের মতো ক্লাব একটি দেশে একবারই জন্মায়। মোহামেডান তার সুনাম ও ঐতিহ্য অনুযায়ী মাঠে পারফরর্ম করতে পারছে না।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!