• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তারাবির ইমাম ‘জেএমবির জঙ্গি’


নিজস্ব প্রতিবেদক জুন ১২, ২০১৭, ০৮:১৯ পিএম
তারাবির ইমাম ‘জেএমবির জঙ্গি’

ঢাকা: কিছুদিন পরপরই জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া বা জঙ্গিদের গ্রেপ্তার হওয়ার ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বহিনীর কাছে নতুন কিছু নয়। কিন্তু মসজিদের কোনো ইমাম জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার বিষয়টি চমকে যাওয়ার মতোই।

পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান প্রধান মনিরুল ইসলাম জানিয়েছেন, রোববার রাতে ঢাকার নিউ মার্কেট এলাকা থেকে নব্য জেএমবির সন্দেহভাজন যে ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের একজন সেখানে এক মসজিদে তারাবির নামাজ পড়িয়ে আসছিলেন। জঙ্গিরা নিয়মিত সেখানে সমবেত হচ্ছিল এবং একজন আলেমকে হত্যার পরিকল্পনা করছিল।

গ্রেপ্তার হওয়া ছয়জন হলেন- জাহিদুল ইসলাম ওরফে জোহা ওরফে মাশরুর (২৩), আবু বকর সিদ্দিক ওরফে আবু মোহাম্মদ (১৯), মোহাম্মদউল্লাহ আদনান (১৯), মেহেদী হাসান ইমন ওরফে আবু হামজা (২১), খালিদ সাইফুল্লাহ ওরফে আবু মুসাব (১৯) এবং শামসুদ্দীন আল আমিন ওরফে আবু আহমদ।

দুপুরে তাদের ঢাকার হাকিম আদালতে তোলা হলে বিচারক তাদের জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!