• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তারেক রহমানের ফাঁসি দাবি ওবায়দুল কাদেরের


নিজস্ব প্রতিবেদক আগস্ট ২১, ২০১৯, ১০:১৬ এএম
তারেক রহমানের ফাঁসি দাবি ওবায়দুল কাদেরের

ঢাকা : আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে ২০০৪ সালের ২১ আগস্ট রক্তাক্ত ভয়াল-বিভীষিকাময় গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড তারেক রহমানের ফাঁসির দাবি জানিয়েছেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (২১ আগস্ট) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে নিহতদের স্মরণে নির্মিত বেদীতে পুষ্পস্তবক অর্পণ শেষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ দাবি জানান।

ওবায়দুল কাদের বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে বিএনপি এদেশের রাজনীতিতে যে দেয়াল তুলেছে এড়িয়ে যাওয়া সম্ভব নয়। এসময় তিনি একুশে আগস্ট হামলায় জড়িত মাস্টারমাইন্ড বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফাঁসির দাবি জানান। তারেক রহমানের সর্বোচ্চ শাস্তির জন্য উচ্চ আদালতে যাওয়া হবে।

এর আগে ২১ আগস্টে নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ ও দলটির অন্যান্য অঙ্গ সংগঠন। প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এবং পরে আওয়ামী লীগ ও ১৪ দল এবং বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

উল্লেখ্য, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ২০১৮ সালে দেয়া রায়ে আদালত তারেক রহমানকে যাবজ্জীবন সাজা দেন আদালত।

এএস

Wordbridge School
Link copied!